এবার আরোও তাড়াতাড়ি পুরী! হাওড়া থেকে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত, প্রকাশ্যে ট্রায়াল রানের দিন

বাংলাহান্ট ডেস্ক : যত সময় যাচ্ছে, তত উন্মাদনা বাড়ছে বন্দে ভারত ট্রেন নিয়ে। ইতিমধ্যেই দেশে চলছে অনেকগুলো দ্রুত গতি সম্পন্ন সেমি হাইস্পিড ট্রেন। তবে, এবার বাংলার ভাগ্যে জুটতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express)। বলা বাহুল্য, দীর্ঘ প্রতীক্ষার পর বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। খুব শীঘ্রই হাওড়া (Howrah) থেকে পুরীর (Puri) উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি।

সূত্রের খবর, বৃহস্পতিবারেই সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডে সেই বন্দে ভারত এক্সপ্রেসের রেক এসে পৌঁছেছে। আগামী ২৮ এপ্রিল (শুক্রবার) এবং ৩০ এপ্রিল (রবিবার) চলবে হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান। যাত্রাপথের মাঝে কেবল খড়্গপুর স্টেশনে মাত্র দুই মিনিটের জন্য থামবে এই সেমি হাইস্পিড এক্সপ্রেস। সব মিলিয়ে, রীতিমতো উচ্ছ্বসিত বাংলা ও ওড়িশাবাসী।

মনে করা হচ্ছে, নতুন এই বন্দেভারতের গতি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের থেকে বেশি হবে। শুক্রবার ট্রায়াল রানের জন্য হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন ছাড়বে সকাল ৬ টা ১০ মিনিটে। সেই ট্রেন পুরী পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে ১ টা ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে ও হাওড়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে। মাঝে ৫টি স্টেশনে থামবে ট্রেনটি।

এরপর ৩০ এপ্রিল, রবিবার হবে ওই বন্দে ভারতের দ্বিতীয় ট্রায়াল রান। ওই দিন ট্রেনটি যাবে হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত। ১ মে পরবর্তী ট্রায়াল রানের দিন নির্ধারিত হবে। মোট তিনবার ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে মে মাস থেকেই এই ট্রেনে চড়ে কম সময়ে পুরী যাওয়া যাবে। সোমবার, শুক্রবার ও শনিবার- সপ্তাহে তিন দিন এই ট্রেন চলবে।

vande bharat

 

জানা গিয়েছে, ভুবনেশ্বর, কটক ও খড়গপুরে ট্রেন দাঁড়াবে। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার ঘণ্টা বেগে ট্রেনটি ছুটবে। রেল সূত্রে খবর, ওই ট্রেনে হাওড়া থেকে পুরী, ৫০০ কিলোমিটার পথ যেতে সময় লাগবে ৫ ঘণ্টা ৩০ মিনিট। পুরী থেকে দুপুর ২টোয় ট্রেন ছাড়বে ও সন্ধ্যায় ৭ টায় পৌঁছবে হাওড়ায়। ফলে, সব মিলিয়েই এবার কলকাতা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে আরোও অনেক কম সময়ে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর