বস্তা বস্তা সরকারি চাল-আটা বাজেয়াপ্ত, হাওড়ায় রেশন দুর্নীতির পর্দাফাঁস, আটক মালিক

Published on:

Published on:

Howrah Ration Scam exposed in police operation

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার জগৎবল্লভপুরে ধরা পড়ল রেশন দুর্নীতি (Howrah Ration Scam)। সরকারি চাল ও আটা গোপনে অন্য প্যাকেটে ভরে মজুত করা হচ্ছিল। খবর পেয়ে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত হয় প্রচুর সামগ্রী। আটক করা হয়েছে এক জনকে। সিল করে দেওয়া হয়েছে গোডাউন।

রেশন দুর্নীতির (Howrah Ration Scam) খবর পেয়ে পুলিশের গোপন অভিযান

রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ বড়গাছিয়া স্টেশন রোড এলাকার একটি গোডাউনে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বস্তা বস্তা সরকারি চাল ও আটা (Howrah Ration Scam)। গোডাউনের মালিক উত্তম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোডাউনটি সিল করে দেওয়া হয়।

তবে ধৃত মালিক উত্তম দাস বলেন, “আমার এটাই বক্তব্য, আমাদের কাছে যখনই কোনও ভিখারি কিংবা বামন ঠাকুর জিনিস নিয়ে আসেন, তখন সেগুলো কেনা হয়। ভিখারি-বামন ঠাকুরের সরকারি চালই পায়। মিনিকেট চাল তো তাঁরা পান না। মাল জঙ্গলপাড়ায় যাচ্ছে। রেশনে সরকারি দ্রব্য কিনছে, প্রত্যেকেই কেনেন। সেগুলোও বিচার করতে হবে।”

প্রসঙ্গত, রেশন সামগ্রী নিয়ে অনিয়ম (Howrah Ration Scam) কোনও নতুন ঘটনা নয়। এলাকার বাসিন্দাদের কথায়, “রেশনের জিনিস নিয়ে যে নয়ছয় হয়, সেটা তো আজকের বিষয় নয়। এরকম দীর্ঘদিন ধরেই চলছে। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায়। তখন ধরা পড়ে। সব মিটে গেলে, আবার যে কে সেই!”

Howrah Ration Scam exposed in police operation

আরও পড়ুনঃ ‘রাজি হয় নি তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে’, অনামিকার মৃত্যুতে খুনের অভিযোগে সরব মৃতার বাবা

ইতিমধ্যে এই ঘটনার (Howrah Ration Scam) তদন্তে নেমেছে পুলিশ। খাদ্য দপ্তরকে জানানো হয়েছে। প্রশাসনের মতে, শুধু একজন নয়, এর পিছনে বড় চক্র সক্রিয় থাকতে পারে। হাওড়ার এই ঘটনা আবারও রেশন বণ্টন ব্যবস্থার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে।