হাওড়া স্টেশনের মুকুটে নতুন পালক, মিলল বড় পুরস্কার! জানলে আপনিও গর্ব করবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের লাইফ লাইন বলা হয় রেলকে। প্রতিদিন প্রায় ৫০ লক্ষ যাত্রী ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। ভারতীয় রেলের (Indian Railways) রয়েছে সুপ্রাচীন ইতিহাস। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল প্রতিনিয়ত নিজেদের আরো উন্নত করছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনগুলিতে বাড়ানো হচ্ছে সুবিধা। সেই সুবিধার নিরিখে এবার শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন স্বর্ণপদক লাভ করল।

হাওড়া স্টেশনকে অন্যান্য এই সম্মান দেওয়া হয়েছে বুধবার। সিআইআই-আইজিবিসি গোল্ড রেটিং দেওয়া হয়েছে হাওড়া স্টেশনকে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে এই স্বর্ণপদকটি তুলে দেওয়া হয় হাওড়া স্টেশনকে। এই পদক তুলে দেওয়া হয় পূর্ব রেলের ম্যানেজারের উপস্থিতিতে। এতদিন পর্যন্ত সিলভার মেডেলিস্ট ছিল হাওড়া স্টেশন।

এবার থেকে তা রূপান্তরিত হল গোল্ডে। হাওড়া স্টেশন (Howrah Station) দিয়ে যাতায়াত করেন প্রতিদিন প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষ। এত মানুষকে সুবিধা প্রদান করে স্বর্ণপদক প্রাপ্তি হাওড়া স্টেশনের কাছে নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাত্র একটি প্লাটফর্ম নিয়ে হাওড়া স্টেশন যাত্রা শুরু করে ১৮৫৪ খ্রিস্টাব্দে। বর্তমানে এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা ২৩।

why howrah station gets cii igbc gold rating award 1024x576.jpg

 

যতদিন গেছে ততই যাত্রী চাপ বেড়েছে হাওড়া স্টেশনের উপর। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে যাত্রীদের শেডের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, যান্ত্রিক পরিষ্কার, দিনের বেলায় কৃত্রিম আলো না থাকা, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, সবসময় খোলা হাওয়া চলাচল, পথচারীদের জন্য আলাদা হাঁটার ব্যবস্থা ও সর্বোপরি যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য এই সম্মান পেয়েছে হাওড়া স্টেশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর