বুক চিতিয়ে প্রেম করছেন হৃতিক, হাঁটুর বয়সী প্রেমিকার সঙ্গে ভাইরাল আরো এক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনের আকাশে বাতাসে প্রেমের গন্ধ। নব বিবাহিতরা তো বটেই, প্রেম খুঁজে নিয়েছেন ডিভোর্সি তারকারাও। আর এই তালিকায় সবার উপরে নাম থাকবে হৃতিক রোশনের (hrithik roshan)। বহু বছর হয়ে গিয়েছে স্ত্রী সুজান খানের থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি। এতদিন তেমন ভাবে তাঁর নতুন কোনো সম্পর্কের কথা শোনা যায়নি।

কিন্তু সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিও সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সাবা আজাদের (saba azad) সঙ্গে হাত ধরাধরি করে ক‍্যামেরাবন্দি হন হৃতিক। তারপর থেকেই দুজনের সম্পর্কে জড়ানোর গুঞ্জন। এর মাঝেই আগুনে ঘি ঢালার মতো ভাইরাল হল হৃতিক সাবার নতুন কিছু ছবি।

Hrithikk
শুক্রবার রাতে চর্চিত প্রেমিকার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তোরাঁর মধ‍্যেও তাঁদের পেছনে ধাওয়া করে পাপারাৎজির ক‍্যামেরা। হৃতিকের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা গিয়েছে সাবাকে। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় অবশ‍্য ক‍্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী। সাবার হাত ধরে পাপারাৎজির ভিড় থেকে বের করে নিয়ে যান হৃতিক।

এই নিয়ে দু দুবার জনসমক্ষে এলেন বলিপাড়ার এই নতুন জুটি। আর দুবারই ক‍্যামেরার সামনে কোনো সংকোচ ছাড়াই প্রেমিকার হাত ধরতে দেখা গেল অভিনেতাকে। ভিডিওগুলি ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগেনি। নেটিজেনরা নানান রকম প্রতিক্রিয়া দিচ্ছেন ইন্ডাস্ট্রির এই নতুন জুটির ব‍্যাপারে।

https://www.instagram.com/reel/CZkMRbSKsFL/?utm_medium=copy_link

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বেশ কিছু সময় ধরেই নাকি একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন হৃতিক সাবা। তবে সবটাই আড়ালে। তাহলে হঠাৎ সর্বসমক্ষে এলেন কেন তাঁরা? এমনকি যারা বিষয়টা জানতেন তারাও নাকি ভাইরাল ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, গত মাসে নাকি দুজনে গোয়াও গিয়েছিলেন। কিন্তু সবকিছু যখন গোপনেই ছিল, তখন হঠাৎ জনসমক্ষে আসতে গেলেন কেন তাঁরা? উত্তর অবশ‍্য মেলেনি। জানিয়ে রাখি, দুজনের বয়সের পার্থক‍্য ১৬ বছর। হাজারো প্রশ্ন উঠলেও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি হৃতিক। সাবাও এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ।

Niranjana Nag

সম্পর্কিত খবর