নতুন বছরে নতুন লুক, করোনা ভয় কাটিয়ে দীর্ঘদিন পর সেটে ফিরলেন ‘গ্রিক গড’ হৃতিক রোশন

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন বাড়িতে বন্দি থাকার পর ফের শুটিং (shooting) জীবনে ফিরলেন বলিউডের (bollywood) হার্টথ্রব হৃতিক রোশন (hrithik roshan)। করোনা পরিস্থিতিতে লম্বা একটা সময় নিজের বাড়িতেই বন্দি হয়ে ছিলেন তিনি। অবশেষে নতুন বছরে ভয় কাটিয়ে ফের শুটিং ফ্লোরে ফিরলেন হৃতিক।

সম্প্রতি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। একটি মিরর সেলফি পোস্ট করে হৃতিক লিখেছেন, ‘আবার সেটে ফিরলাম’। ইতিমধ‍্যেই ছবিতে লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে ১৬ লক্ষ। হৃতিকের নতুন লুক দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেটিজেনরা।

hrithik roshan movie 1200x900 1
তবে হৃতিকের নতুন প্রোজেক্ট সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। অভিনেতা নিজেও এই বিষয়ে মুখ খোলেননি। হৃতিক অনুরাগীরা প্রশ্নে ভরিয়ে দিয়েছেন তাঁর কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না নতুন ছবির জন‍্য।’ আবার হৃতিকের এক ফ‍্যান পেজের তরফে লেখা হয়েছে, অভিনেতার জন্মদিনে তাঁর নতুন ছবির ঘোষনা পাওয়া যাবে কিনা।

IMG 20210104 150925
হৃতিককে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার’ ছবিতে। বক্স অফিসে তুমুল হিট হয়েছিল ছবিটি। এছাড়াও হলিউডে এবার পা রাখতে চলেছেন গ্রিক গড। এমনটাই জানা গিয়েছে। বলিউডে ক্রিশ ৪ ছবির জন‍্যও কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, পরিচালক রাকেশ রোশন ছবির চিত্রনাট‍্য ইতিমধ‍্যেই ভেবে ফেলেছেন। শুধু তাই নয়, বলিউডের প্রথম সারির এক অভিনেত্রীকে নায়িকার চরিত্রেও পছন্দ করে ফেলেছেন তিনি। তিনি আর কেউ নন, খোদ কিয়ারা আডবানী (kiara advani)। ক্রিশ ৪ এ হৃতিকের নায়িকা হিসাবে দেখা যেতে চলেছে কিয়ারাকে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

ছবির এক ঘনিষ্ঠ সূত্র জানান, ক্রিশ ৪ ছবিতে দুজন অভিনেত্রীকে দেখা যাবে। মূল নায়িকার চরিত্রে প্রথমে কৃতি শাননকেই ভাবা হয়েছিল। কিন্তু তাঁর হাতে ইতিমধ‍্যেই পাঁচটি ছবি রয়েছে। এমতাবস্থায় কিয়ারাই ছবি নির্মাতাদের দ্বিতীয় পছন্দ। এই মুহূর্তে বলিউডের অন‍্যতম সফল অভিনেত্রীদের মধ‍্যে একজন হলেন কিয়ারা। উপরন্তু হৃতিকের সঙ্গে তাঁর জুটিও বেশ জমবে বলেই মনে করছেন নির্মাতারা।

জানা গিয়েছে, ক্রিশ ফ্রাঞ্চাইজের আগামী ছবিটি বড় করে করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। এখনো এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তারপরেই কিয়ারা আডবানীর সঙ্গে যোগাযোগ করা হবে এই বিষয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর