বলিউডে শোকের পরিবেশ, স্বজনহারা হলেন হৃতিক রোশন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শোকের ছায়া রোশন পরিবারে। পরিবারের সদস‍্যকে হারালেন হৃতিক রোশন (Hrithik Roshan)। ১৬ জুন, বৃহস্পতিবার প্রয়াত হন অভিনেতার দিদা পদ্মা রানি ওমপ্রকাশ (Padma Rani Omprakash)। দীর্ঘ অসুস্থতার পর ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশন খবরের সত‍্যতা স্বীকার করেন।

জানা যাচ্ছে, বয়সজনিত সমস‍্যার কারণেই মৃত‍্যু হয় পদ্মা রানির। অনেকদিন ধরেই শয‍্যাশায়ী ছিলেন তিনি। পরিচালক জে ওম প্রকাশের স্ত্রী ছিলেন পদ্মা রানি। সম্পর্কে তিনি ছিলেন হৃতিকের দিদিমা অর্থাৎ পিঙ্কি রোশনের মা। অনেকদিন ধরেই বয়সজনিত কারণে চলাফেরার ক্ষমতা হারিয়েছিলেন পদ্মা রানি।


বলিউড অভিনেতার মা পিঙ্কি রোশন মাঝে মাঝেই নিজের মায়ের সঙ্গে ছবি শেয়ার করতেন। সবসময় তাঁকে শয‍্যাশায়ী অবস্থাতেই দেখা যেত। গত মাসের শুরুর দিকে মাকে কেক খাইয়ে মাদার্স ডে ও পালন করেছিলেন তিনি। গত দু বছর ধরে রোশন পরিবারেই থাকছিলেন পদ্মা রানি।

https://www.instagram.com/p/CdTWE1EIfc9/?igshid=YmMyMTA2M2Y=

তাঁর স্বামী অর্থাৎ হৃতিকের দাদু জে ওম প্রকাশ বলিউডের নামী পরিচালকদের মধ‍্যে একজন ছিলেন। ১৯৭৪ সালে ‘আপ কি কসম’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেছিলেন তিনি। সেই ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না।

https://www.instagram.com/p/CcpextcPksT/?igshid=YmMyMTA2M2Y=

তবে জিতেন্দ্রর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন জে ওম প্রকাশ। আপনাপন, আশা, আপনা বনা লো, অর্পণ, আদমি খিলোনা হ‍্যায় এর মতো ছবি বানিয়েছেন তিনি। বেশ কিছু ছবির প্রযোজনাও করেছিলেন জে ওম প্রকাশ। ২০১৯ সালে ৯৩ বছর বয়সে প্রয়াত হন তিনি।

হৃতিকের কাজের প্রসঙ্গে আসলে আগামীতে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে তাঁর। বিক্রম বেধা ছবির শুটিং সবে শেষ করেছেন তিনি। তাঁর সঙ্গে ছবিতে অভিনয় করবেন সইফ আলি খান। এছাড়া দীপিকা পাডুকোনের সঙ্গে ফাইটার ছবিতেও দেখা যেতে চলেছে হৃতিক রোশনকে।

সম্পর্কিত খবর

X