বাংলাহান্ট ডেস্ক: অক্ষয়, সলমন, শাহরুখের পর এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ১.২ লক্ষ মানুষের প্রতিদিনের খাবারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা। সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে ৫ হাজার। তারপর প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।
এই অবস্থায় হাল ধরতে এগিয়ে এসেছেন হৃতিক। দৈনিক মজুরির শ্রমিকদের পাশাপাশি বৃদ্ধাশ্রম ও দরিদ্র পরিবারগুলিকেও সাহায্যের অঙ্গীকার নিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে প্রায় ১.২ লক্ষ মানুষের পেটের ভাত যোগাবেন অভিনেতা। অক্ষয় পাত্র নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই কাজে হাত দিয়েছেন হৃতিক। সেই সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ধন্যবাদও জানানো হয় হৃতিককে।
We are happy to share, our Foundation is now empowered by Superstar @iHrithik. Together, we will facilitate 1.2 lakh nutritious cooked meals to old age homes, daily wage labourers & low income groups across India, until normalcy in work routine.
— Akshaya Patra Official (@AkshayaPatra) April 7, 2020
ওই সংস্থার টুইট থেকে জানা যায়, বাড়িতে বানানো পুষ্টিকর খাবারই দেওয়া হবে ওই মানুষদের। যতদিন না লকডাউন উঠে দেশের পরিস্থিতি আবারও স্বাঢাবিক হচ্ছে ততদিন এই কাজ হৃতিক চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে। দেশের এই কঠিন সময়ে হৃতিকের মতো আরও তারকারা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তার মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত সিং সহ আরও অনেকে।