এবার নাকি প্রেম করছেন শুভশ্রী-ঋত্বিক! আসুন জেনে নেওয়া যাক

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : দেখা যাচ্ছে মন দিয়ে বই পড়ছেন ঋত্বিক চক্রবর্তী। লাল ফিতের দুই বিনুনি ফ্রকের শুভশ্রী হাসিমুখে রয়েছেন পাশে। খোলা জানলার ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ।এ যেন এক প্রেমের মরশুম।

 

প্রসঙ্গত ঠিক এ ভাবেই মুক্তি পেল রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘পরিণীতা’র মোশন পোস্টার। এ ছবির ফার্স্ট লুকে ছিল সিঁদুরের ছোঁয়া। দ্বিতীয় পোস্টারেও বোঝা যাচ্ছে নিখাদ প্রেমের গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক।

নিজের প্রোডাকশনে এই প্রথম কোনও ছবি পরিচালনা করছেন রাজ। কাকতালীয় ভাবে ‘পরিণীতা’র গল্পটি পেয়েছিলেন। ফেসবুকে অনেকেই গল্প লেখেন। সে রকম একটি গল্প ভাল লেগে যায় তাঁর। এ ছবিতে রয়েছে উত্তর কলকাতার একটি পাড়ার গল্প। সেখানে পাড়াতুতো প্রেমও আছে। বিয়ের পর কেরিয়ারে রাজ-শুভশ্রী জুটির প্রথম ছবি।সব কিছু ঠিক থাকলে চলতি বছরের অগস্টেই মুক্তি পাবে এই ছবি।দেখা যাক দর্শকমহলে কেমন সাড়া ফেলে।

X