বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ার শুরুর আগেই বিয়ে সেরেছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। সুজান খানের (Sussanne Khan) সঙ্গে প্রেম করে তাঁর সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিলেন। দীর্ঘ ১৪ বছর একসঙ্গে সংসার করার আলাদাও হয়ে যায় হৃতিক সুজান। কিন্তু দুজনের মধ্যে তিক্ততা দেখা যায়নি কখনো। দুই ছেলেকে সমান ভাবে মানুষ করেছেন হৃতিক সুজান। তার ফাঁকেই খুঁজে নিয়েছেন মনের মতো সঙ্গীকেও।
সুজানের সঙ্গে আর্সলান গনির সম্পর্কের গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি কয়েক মাস ধরে হৃতিকেরও নতুন প্রেমের খবর মিলেছে। সাবা আজাদের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি। আর এই নতুন সম্পর্কে উৎসাহ রয়েছে অভিনেতার পরিবারেরও। সবুজ সংকেত মিলেছিল প্রাক্তন স্ত্রী সুজানের তরফেও।
এবার নতুন সঙ্গী সঙ্গীনিদের নিয়ে একসঙ্গে পার্টিও করলেন হৃতিক সুজান। এ যেন বিচ্ছেদ পরবর্তী বন্ধুত্বের নতুন নিদর্শন। সদ্য মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছিল হৃতিক ও সাবার। হাতে হাত ধরে পাপারাৎজির সামনে দিয়েই হেঁটে যান তাঁরা। ঠিক তার কয়েক ঘন্টা পরে আবার দৃশ্যের পুনরাবৃত্তি।
তবে এবারে হৃতিক সাবার বদলে দেখা মেলে সুজান ও আর্সলানের। তাঁরাও হাতে হাত ধরেই হেঁটে যান বিমান ধরার উদ্দেশে। বুধবার জানা গেল, চারজনেই পাড়ি দিয়েছিলেন গোয়া। পূজা বেদির পার্টিতে আমন্ত্রিত ছিলেন হৃতিক সুজান ও তাঁদের নতুন সঙ্গীরা। পার্টির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রাক্তন স্বামী স্ত্রী দুজনকেই দেখা গেল কালো পোশাকে। অন্যদিকে সাবা পরেছিলেন উজ্জ্বল গোলাপি রঙের ড্রেস আর আর্সলানের পরনে ছিল গোয়ার জন্য মানানসই সবুজ প্রিন্টের শার্ট। দুই জুটিই যেভাবে সর্বসমক্ষে এলেন একসঙ্গে তাতে তাঁদের আলাদা আলাদা সংসার পাতার সম্ভাবনাটাও প্রবল হচ্ছে।