বাংলা হান্ট ডেস্কঃ এই বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মের ক্ষেত্রে এসেছে একাধিক পরিবর্তন। এবার থেকে বছরে দু’বার হবে পরীক্ষা, আর ফলাফলও (HS Result 2026) প্রকাশিত হবে দুই ধাপে। ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অন্তবর্তীকালীন ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর।
বছরে দু’বার ফলাফল (HS Result 2026) প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার
সেপ্টেম্বর মাসে থার্ড সেমেস্টার। এটাকে পার্ট ওয়ান অফ এইচ এস এক্সাম ২০২৬ বলা হচ্ছে। আর একটা মার্চ মাসে হওয়ার কথা। সেটা পার্ট টু অফ এইচ এস এক্সাম ২০২৬। এই দু’টির মোট নম্বর নিয়েই ফাইনাল হবে উচ্চমাধ্যমিকের মার্কস (HS Result 2026)। সংসদের সভাপতির দাবি, ভারতে এই প্রথম কোনও রাজ্যে উচ্চমাধ্যমিকের পাবলিক পরীক্ষাকে পুরোপুরি এমসিকিউ ভিত্তিক করা হয়েছে। উত্তরপত্রও OMR শিটে। এর ফলে পরীক্ষা খাতা দেখা বা পরীক্ষক, এই ধাপগুলো বাদ পড়ছে নতুন নিয়মে।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পাবলিক এক্সামিনেশনের নিরিখে ভারতে প্রথম এরকম পরীক্ষা হচ্ছে। যেখানে একটা পাবলিক এক্সামিনেশন সম্পূর্ণভাবে MCQ নির্ভর প্রশ্নপত্র এবং OMR শিটে হচ্ছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬.৬ লক্ষ। পরবর্তী পরীক্ষা মার্চ মাসে হবে। দুটি পরীক্ষার নম্বর যোগ করেই তৈরি হবে ফাইনাল মার্কশিট (HS Result 2025)।
অতীতে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হত বছরে একবার। এবার থেকে দু’বার ফলপ্রকাশ (HS Result 2026) হবে। প্রথমে তৃতীয় সেমেস্টারের শেষে অন্তবর্তীকালীন তালিকা, পরে চতুর্থ সেমেস্টারের শেষে সামগ্রিক ফলাফল। সংসদের তরফে আরও জানানো হয়েছে, ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিগত ১০ বছরের মধ্যে সর্বোত্তম রেজাল্ট হয়েছে। প্রথম ১০ জনের মধ্যে ছিল ৭২ জন।
আরও পড়ুনঃ জলে ডুবেই কি মৃত্যু? প্রকাশ্যে অনামিকার মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
অক্টোবরে তৃতীয় সেমেস্টারের ফল (HS Result 2026) প্রকাশিত হলেই মার্চের পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার অভিজ্ঞতা বুঝতে পারবে রাজ্যের প্রায় সাড়ে ৬ লক্ষ পরীক্ষার্থী। শিক্ষা সংসদের দাবি, এই পরীক্ষার কাঠামো শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের জন্য এক দৃষ্টান্ত তৈরি করতে চলেছে।