বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল মানেই ইলিশের (Hilsa Fish) মরশুম। বৃষ্টি শুরু হতেই রূপোলি শষ্যের আশা শুরু হয় বাঙালির। ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি জমায় মৎস্যজীবীদের ট্রলারগুলিও। যদিও প্রতি বছর সমান মাছ ওঠে না। এবছর প্রথম তেমন ইলিশ (Hilsa Fish) না উঠলেও পরে বৃষ্টি বাড়তেই বেড়েছে মাছের পরিমাণ। এমতাবস্থায় কলকাতা থেকে সামান্য দূরত্বেই একটি বাজারে মিলছে কম দামে বড় আকারের ইলিশ।
প্রচুর ইলিশ (Hilsa Fish) উঠছে এবার জালে
নদীর ইলিশেরও আলাদাই স্বাদ রয়েছে। যে স্বাদের খোঁজে পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ তীরবর্তী গেঁওখালিতে জমছে ইলিশ (Hilsa Fish) প্রেমীদের ভিড়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়া তিন জেলা থেকেই মৎস্যজীবীরা মাছ ধরেন রূপনারায়ণ নদীতে। তাতেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ (Hilsa Fish)। প্রায় ২৫০ জন মৎস্যজীবী মাছ ধরেন রূপনারায়ণে।
বাজারে উঠছে বড় আকারের মাছ: সকালে মাছ ধরতে বেরিয়ে পড়েন মৎস্যজীবীরা। সন্ধ্যায় ফিরে আসেন গেঁওখালির আড়তগুলিতে। সেখানেই মেলে রূপনারায়ণ থেকে ধরা টাটকা ইলিশ (Hilsa Fish), যে কিনতে ভিড় জমান দূরদূরান্তের মানুষরাও। সম্প্রতি ২৭ কেজি ইলিশও ধরা পড়েছে বলে জানান মৎস্যজীবীরা।
আরও পড়ুন : আদালতের অনুমতি সত্ত্বেও অভয়ার বাবা-মায়ের উপর লাঠিচার্জ! পুলিশের অস্বস্তি বাড়িয়ে এবার মামলা দায়ের হাইকোর্টে
কেন এত বেশি ইলিশ: মৎস্যজীবীদের মতে, এ বছর বৃষ্টি বেশি হওয়াতেই এত ইলিশ (Hilsa Fish) পাওয়া যাচ্ছে। প্রথম দিকে তেমন মাছ না মিললেও বৃষ্টি হতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জালে। কিন্তু এমন হওয়ার কারণ কী?
আরও পড়ুন : চার মাসে আরও অধঃপতন, সংষ্কারের নামে ভাষণ সর্বস্ব ইউনূসের বিরুদ্ধে ফের পথে নামল বিক্ষুব্ধ ছাত্ররা
মৎস্যজীবীরা জানান, বৃষ্টি কম হলে নোনাভাবের পরিমাণ বেশি থাকলে ইলিশ নদীমুখী হতে পারে না। ডিম পাড়তে না পারায় তাই ইলিশের দেখা কম পাওয়া যায়। তবে এবছর বৃষ্টি বেশি হওয়ায় প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে।