বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন! কোল্ড স্টোরেজের দৌলতে এখন প্রায় বছরভর ইলিশ পাওয়া গেলেও মরশুমি ইলিশের স্বাদই আলাদা। তাই চড়া দাম দিয়ে হলেও অনেকেই ইলিশ (Hilsa Fish) আনার চেষ্টা করেছেন বাড়ির হেঁশেলে। মাঝে অবশ্য সরকারি সিদ্ধান্তে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে সম্প্রতি। আর তারপরেই মৎস্যজীবীদের জাল ভরে উঠছে টাটকা ইলিশ।
মৎস্যজীবীদের জালে ৬০ মণ ইলিশ (Hilsa Fish)
বাংলাদেশ সরকার সম্প্রতি মাছ ধরায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারপরেই ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। মঙ্গলবার দুপুরে জাল ফেলতেই কার্যত লক্ষ্মীলাভ হল তাঁদের। একবারে ৬০ মণ ওজনের ইলিশ (Hilsa Fish) উঠল মৎস্যজীবীদের জালে। মোটা টাকায় বিক্রিও হল ইলিশ মাছগুলি। জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মৎস্যজীবীদের ফেলা জালে উঠেছে বিপুল পরিমাণে মাছ।

বিরাট জালে ধরা পড়ল বিপুল মাছ: মৎস্যজীবীরা জানান, এদিন সাগরে জোয়ার শুরু হলে প্রায় ১০০-১৫০ ফুটের জালটি ফেলে রাখা হয় নদীতে। আবার ভাঁটার সময় জালটি তুলে নিয়ে আসতেই বিরাট চমক। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৬০ মণ মাছ (Hilsa Fish) উঠেছে জালে। ফিশারি ঘাটে মাছ নিয়ে আসতেই চড়া দামে বিক্রি হয় মাছগুলি।
আরও পড়ুন : নিশ্চিন্তে ঘুরুন কৃষ্ণনগর-চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের
কত দামে বিক্রি হয়েছে ইলিশ: দুপুরে জাল ফেলার পর সন্ধ্যায় তুলে নেওয়া হয় জাল। সূত্রের খবর, প্রতিটি ইলিশ (Hilsa Fish) মাছের ওজন রয়েছে প্রায় ৬০০-৮০০ গ্রাম। স্থানীয় ব্যবসায়ী আবদুর রশিদ কিনে নেন মাছগুলি। তিনি জানান, প্রতি কেজি ইলিশ (Hilsa Fish) ৬০০ টাকায় কিনেছেন তিনি। সব মিলিয়ে দাম উঠেছে প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। আপাতত ইলিশ মাছগুলি বরফ দিয়ে রেখেছেন তিনি। আগামীকাল মাছগুলি পাঠানো হবে চট্টগ্রামে।
আরও পড়ুন : কড়া শাসনে মানুষ প্রণীল, ১৮-য় পড়তেই ছেলের মুখে শ্যাম্পেন তুলে দিলেন রচনার স্বামী! ভাইরাল ভিডিও
বাংলাদেশের উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, গত শনিবার উঠে যায় মাছ ধরার নিষেধাজ্ঞা। সেসময় মৎস্যজীবীরা মাছ ধরতে যাননি নদী বা সাগরে। নিষেধাজ্ঞা উঠে যেতেই ফের প্রচুর ইলিশ ধরা পড়তে শুরু করেছে জালে।













