রোজভ্যালিকাণ্ডে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ED, বাংলা ছাড়াও তালিকায় একাধিক রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ্যই নয়া মোড় নিচ্ছে রোজভ্যালির (Rose Valley) তদন্ত। ২০১৫ সাল, রোজভ্যালিকাণ্ড নিয়ে এক তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। ২০১৫ সালের মার্চ মাসে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। বর্তমানে জেলেই রয়েছেন। পাশাপাশি গৌতমবাবুর স্ত্রীকে গ্রেফতার করেছিল আরেক তদন্তকারী সংস্থার সিবিআই (CBI)।

দিন দিন তদন্ত যতই এগোচ্ছে, তদন্তকারীদের হাতে উঠে এসেছ একাধিক তথ্য। সূত্রের খবর, নতুন করে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ২৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করেছে ইডি। পূর্বেও বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সবমিলিয়ে রোজভ্যালিকাণ্ডে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমান গিয়ে দাঁড়ালো ১ হাজার ১১৭ কোটি ৭১ লক্ষ টাকা। সম্প্রতি বাংলা থেকে বিপুল পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ed

ইডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, মহারাষ্ট্র ও মধ্যপ্ৰদেশের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে সেইসব সম্পত্তি কর্ণধার গৌতম কুণ্ডু ও তার স্ত্রীর নামে ছিল। সেই তালিকায় রয়েছে একাধিক বাড়ি-জমি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর