বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ বাঙালি পরিবারের যুবক-যুবতীদের এখন প্রধান লক্ষ্য সরকারি চাকরি। তবে চাহিদা অনুযায়ী আবার সরকারি চাকরিও অপ্রতুল। এই অবস্থায় ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ফর রিজিওনাল রুরাল ব্যাঙ্কস ইন ইন্ডিয়া চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ।
পদের নাম ও সংখ্যা: মোট পদের সংখ্যা ৫৩৪৬টি। পদ অনুযায়ী শুন্যপদের সংখ্যা: Officer Scale I (4,501), Officer Scale II (General Banking officer 515), Officer Scale II (IT 66), Officer Scale II (CA 40), Officer Scale II (Law 24), Officer Scale II (Treasury 12), Officer Scale II (Marketing 2), Officer Scale II (Agriculture 110), Officer Scale (III 76)।
আরোও পড়ুন : কলা, আখ, নারকেল চাষ করেই ২৬ কোটি আয়, নিয়োগ দুর্নীতিতে প্রসন্নর কীর্তি ‘ফাঁস’ করল ED
শিক্ষাগত যোগ্যতা: অফিসার স্কেল-১ এর জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে অফিসার স্কেল-২ এবং ৩ এর জন্য। পাশাপাশি থাকতে হবে কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: এই পদগুলিতে আবেদনের জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে প্রার্থীর। সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
আরোও পড়ুন : রাজ্যে একাধিক লোহার ফ্যাক্টরি, UP-তেও ব্যবসা, রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ED হানা, চলছে তল্লাশি
আবেদনমূল্য: সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদনমূল্য বাবদ লাগবে ৮৫০ টাকা। SC / ST / PwBD প্রার্থীদের ১৭৫ টাকা আবেদনমূল্য লাগবে।
আবেদন পদ্ধতি: আবেদনের জন্য ভিজিট করতে হবে www.ibps.in- এ। হোমপেজে “IBPS for RRBs” অপশনে ক্লিক করে যেতে হবে ‘Apply for Officers (Scale-I, II, and III)’ অপশনে। তারপর রেজিস্ট্রেশন করে পূরণ করতে হবে আবেদন পত্র। আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদনমূল্য দেওয়ার পর সাবমিট করতে হবে ফর্ম।
আবেদনের শেষ তারিখ: ২৭ জুন, ২০২৪।