‘বাঁধ ভেঙে দাও!’, অষ্টমীর রাতে রেকর্ড ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে! কত লক্ষ দর্শনার্থী দেখলেন ‘রামমন্দির’?

বাংলা হান্ট ডেস্ক: লেবুতলা পার্ক, এবছরের দুর্গাপুজোয় অন্যতম জনপ্রিয় পুজোর মধ্যে একটি সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। মহালয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই পুজো উদ্বোধন করেন। তারপর থেকেই এই মণ্ডপে দেখা থিকথিকে ভিড়। অষ্টমীর ভোরেও রীতিমতো জনপ্লাবন নামে এই লেবুতলা পার্কে। যা নিয়ে উচ্ছ্বসিত ওই পুজোর অন্যতম মূল পৃষ্ঠপোষক বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ। কিন্তু অষ্টমীর দিন বেশ কিছুক্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন খোদ বিজেপি (BJP) নেতা। কিন্তু এরমধ্যেই চমকপ্রদ দাবি করলেন সজল (Sajal Ghosh)।

সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মণ্ডপের থিম ‘রামমন্দির’। কিন্তু এই ‘রামমন্দির’ দেখলেন কতজন? অষ্টমীর দিন কেমন ভিড় ছিল? এই নিয়ে বিজেপি কাউন্সিলর তথা সন্তোষ মিত্র স্কোয়ারের সাধারণ সম্পাদক বলেন, ‘মাথা গুনে দেখিনি। বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা একই রকম ভিড় ছিল। মোট জনসমাগম কি বলা সম্ভব? এটা আমি কি করে বলব? তবে প্রতি ঘণ্টায় ১ লাখ করে লোক সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির দেখতে এসেছেন।’

   

অর্থাৎ, বিজেপি নেতা সজল ঘোষের দাবি ১২ ঘণ্টায় ১২ লক্ষ (12 Lakhs) লোক সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখেছেন। অর্থাৎ দিনে ১২ লক্ষেরও বেশি মানুষ এই পুজো দেখতে এসেছেন।

santosh ms

উল্লেখ্য, অষ্টমীর সন্ধেয় চাঞ্চল্যকর দাবি করলেন সজল ঘোষ। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পুলিশের (Kolkata Police) মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। পুলিশের ক্যামেরার সামনে এই কথা বলছি। আমরা সবসময় পুলিশের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু সব রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে। মানুষকে মণ্ডপে ঢুকতে দেওয়া হচ্ছে না। এক শ্রেণির পুলিশ কর্মীরা খুব খেটে কাজ করছেন, আর পুলিশকর্তারা ভিড় শুরু হওয়ার আগে রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এই পুজোর সঙ্গে আমি ছোটবেলা থেকে যুক্ত। আগে ভিড় সামলাতাম, এখন পুলিশকে সামলাতে হচ্ছে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর