মিস করবেন না সুযোগ! Redmi-র এই দুর্ধর্ষ স্মার্টফোনে মিলছে ১০,০০০ টাকার ছাড়, জানুন এখনই

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। মূলত, Xiaomi-র সাবসিডিয়ারি Redmi-র Note সিরিজের স্মার্টফোনগুলি (Redmi Smartphone) ইতিমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরকমই একটি জনপ্রিয় স্মার্টফোন মডেল Redmi Note 14 Pro 5G বর্তমানে উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। Amazon এই ফোনে একটি দুর্দান্ত অফার উপলব্ধ করেছে।

Redmi Note 14 Pro 5G (Redmi Smartphone)-তে মিলছে দুর্দান্ত ছাড়:

জানিয়ে রাখি যে, Redmi Note 14 Pro 5G-তে 8GB RAM এবং 5500mAh-এর বিশাল ব্যাটারি রয়েছে। এছাড়াও, ফোনটি Mediatek Dimensity 7300 Ultra চিপসেট দ্বারা চালিত হয়। যা একটি শক্তিশালী চিপসেট হিসাবে বিবেচিত হয়। কোম্পানি ফোনটিতে একটি উল্লেখযোগ্য ছাড় উপলব্ধ করেছে। একইসঙ্গে এমন কিছু ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে যা দাম আরও কমিয়ে দেয়। বর্ধমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Huge discounts are available on this Redmi Smartphone.

Amazon-এ Redmi Note 14 Pro 5G ডিসকাউন্ট অফার: Redmi Note 14 Pro 5G বর্তমানে Amazon-এ উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। ফোনটি এই ই-কমার্স ওয়েবসাইটে 31 শতাংশ ছাড়ের সঙ্গে লিস্টেড। Redmi Note 14 Pro 5G-র দাম এখন 20,124 টাকা। এই ফোনের MRP হল 28,999 থেকে কম। অর্থাৎ, কোম্পানি ফোনটিতে 8,875 তামার ফ্ল্যাট ডিসকাউন্ট প্রদান করেছে। তবে, আপনি যদি ব্যাঙ্ক অফারটিও প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনি আরও সস্তা দাম পেতে পারেন।

আরও পড়ুন: হাতে লাল সুতো দেখেই আক্রমণ! বাংলাদেশে আরও এক হিন্দু যুবকের ওপর হামলা, ভাইরাল ভিডিও

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI ট্রানজাকশনের মাধ্যমে আপনি এই ফোনটি আরও সস্তায় পেতে পারেন। কোম্পানি এই ব্যাঙ্ক অফারের সঙ্গে অতিরিক্ত 1,000 টাকা ছাড় দিচ্ছে, যার ফলে দাম 19,124 টাকায় নেমে এসেছে। এর অর্থ হল আপনি ফোনটি প্রায় 10,000 টাকা সস্তায় কিনতে পারবেন। এই অফারের আওতায় 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: আদানি-টাটা নয়! এই শেয়ারের জন্য বিপুল টাকা ঢালছে বিদেশি বিনিয়োগকারীরা, জানলে অবাক হবেন

Redmi Note 14 Pro 5G-র স্পেসিফিকেশন: জানিয়ে রাখি যে, Redmi Note 14 Pro 5G-তে রয়েছে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এছাড়াও, ফোনটিতে 120Hz-এর রিফ্রেশ রেট এবং 3000 nits-এর পিক ব্রাইটনেস রয়েছে। ফোনটি MediaTek Dimensity 7300 Ultra চিপসেট দ্বারা চালিত হয়। ফোনটির পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেন্সর, যা OIS সাপোর্ট করে। এছাড়াও এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনটিতে 5,500 mAh ব্যাটারি রয়েছে। যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এদিকে, ডিভাইসটি HyperOS-এ চলে। এর ডিসপ্লেতে IP68 রেটিং এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন রয়েছে।