বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সাধারণ মানুষকেও ধনী করে তুললেন। জানা গিয়েছে, গত এক সপ্তাহে তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) থেকে বিনিয়োগকারীরা ২৯,৬৩৪ কোটি টাকা আয় করেছেন। শুধু তাই নয়, আম্বানির এই কোম্পানিটি শীর্ষে রয়েছে এবং এখন দেশের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি যে, গত সপ্তাহে শেয়ার বাজারে উত্থান-পতন পরিলক্ষিত হয়েছে। পুরো সপ্তাহের লেনদেনে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। যার ফলে দেশের শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে ৯ টির মার্কেট ক্যাপিটালাইজেশনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তবে, সবচেয়ে বেশি লাভবান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মাধ্যমে হল বিরাট উপার্জন:
রিলায়েন্স আয় করেছে ২৯,৬৩৪ কোটি টাকা: জানিয়ে রাখি যে, দেশের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মার্কেট ক্যাপিটালাইজেশন গত সপ্তাহে মোট ২৯,৬৩৪ কোটি বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য যে, একটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বৃদ্ধি আসলে কোম্পানির শেয়ার হোল্ডারদের সম্পদ বৃদ্ধির সমান। অর্থাৎ, এটি রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্য উপার্জন হিসেবে বিবেচিত হয়। রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন বৃদ্ধি তার শেয়ারের দাম বৃদ্ধির কারণে ঘটেছে।
প্রথম ১০-এ কারা হয়েছে লাভবান: দেশের শীর্ষ ১০ টি ভ্যালুয়েবল কোম্পানির মধ্যে ৯ টির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন গত সপ্তাহে ৯৫,৫২২.৮১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) পর সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে TCS-এ। ওই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ১৭,১৬৭.৮৩ কোটি টাকা বেড়ে ১৬,১৫,১১৪.২৭ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ক্যাপিটালাইজেশন ১৫,২২৫.৩৬ কোটি টাকা বেড়ে ৬,৬১,১৫১.৪৯ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্য শুধুই সুবিচার! তিলোত্তমা খুনের প্রতিবাদে এবার পথে নামলেন ধান্যকুড়িয়াবাসী, হল ধিক্কার মিছিল
এছাড়াও, ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ১২,২৬৮.৩৯ কোটি টাকা বেড়ে ৮,৫৭,৩৯২.২৬ কোটি টাকা হয়েছে। ICICI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ১১,৫২৪.৯২ কোটি টাকা বেড়ে ৮,৪৭,৬৪০.১১ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্কেট ক্যাপ ২,৪৯৮.৮৯ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৭,২৭,৫৭৮.৯৯ কোটি টাকায়। এছাড়াও, LIC-র মার্কেট ক্যাপ ১,৯৯২ ৩৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬,৭১,০৫০.৬৩ কোটি টাকা হয়েছে। এদিকে, ইনফোসিসের মার্কেট ক্যাপ ১,২৪৫.৬৪ কোটি টাকা বেড়ে ৭,৭৩,২৬৯.১৩ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! মনসুন অফারে গ্রাহকদের জন্য বিরাট পদক্ষেপ SBI-র, মিলছে এই দুর্দান্ত সুবিধা
ক্ষতির মুখে পড়েছে HDFC ব্যাঙ্ক: জানিয়ে রাখি যে, দেশের শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে শুধুমাত্র HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপিটালাইজেশন হ্রাস পেয়েছে। এই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪,৮৩৫.৩৪ কোটি টাকা কমে ১২,৩৮,৬০৬.১৯ কোটি টাকা হয়েছে। মার্কেট ক্যাপের পরিপ্রেক্ষিতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এই সপ্তাহেও দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়েছে। এরপরে র্যাঙ্কিংয়ে যথাক্রমে TCS, HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, ইনফোসিস, SBI, LIC, হিন্দুস্তান ইউনিলিভার এবং ITC রয়েছে।