বাংলা হান্ট ডেস্কঃ নয়ডায় রবিবার দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। সেক্টর-৬৩ এর বহলোলপুরের বস্তিতে এই আগুন লেগেছিল। দমকল বিভাগের ৩০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার ফলে চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
Noida: Fire broke out at Bahlolpur slum cluster today
Police say bodies of two children have been found, fire doused pic.twitter.com/ZonDklhWYl
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 11, 2021
শোনা যাচ্ছে যে, যেখানে আগুন লেগেছিল সেখানে ১২টি বস্তি আছে। আগুনে জ্বলে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনকেই তাঁর মা শুইয়ে কাজে গিয়েছিলেন। আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজ করছে।
প্রাপ্ত তথ্য অনুজায়ি, পাঁচশর বেশি ঝুপড়ি জ্বলে ছাই হয়ে গেছে। আগুন লাগার এক মিনিটের মধ্যেই বস্তিগুলোকে আগুনে গোলা বানিয়ে দেয়। ঝুপড়িতে থাকা সিলেন্ডার ব্লাস্ট করে আরও আতঙ্ক সৃষ্টি করে। বস্তিবাসীদের জামা-কাপড়, প্রয়োজনীয় জিনিশ সমেত টাকা-পয়সাও জ্বলেপুড়ে ছাই হয়ে যায়।
বেশীরভাগ আক্রান্ত বিহারের নালন্দা আর শেখপুরার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ঝুপড়ি গুলোতে পুরনো জিনিষপত্র থাকার কারণে আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। আশেপাশের এলাকা ধুয়োতে ঢেকে যায়।