জাল ফেলতেই কেল্লাফতে! একবারেই উঠে এল ৭৫০০ ইলিশ, বিক্রি কত দামে? শুনলে হাঁ হয়ে যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা প্রায় শেষের পথে। কিন্তু ওপার বাংলায় এখনো টন টন ইলিশ মাছের দেখা মিলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রবিবার বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার উপকূলের কাছে একসাথে ধরা পড়েছে প্রায় ৭৫০০ ইলিশ। একবার মাত্র জাল ফেলেই ধরা গেছে এই পরিমাণ ইলিশ।

এক ট্রলার মালিক সেগুলি বিক্রি করে প্রায় ৫২ লক্ষ টাকা লাভ করেছেন। কক্সবাজার থেকে গত সপ্তাহেও প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়েছিল। জেলা মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন গত এক সপ্তাহে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে ২,১০০ মেট্রিক টন ইলিশ।

কক্সবাজারের পেশকারপাড়ার এক ব্যক্তির ট্রলার দিন সাতেক আগে ইলিশ মাছের সন্ধানে পাড়ি দেয় বঙ্গোপসাগরে। ২১ জন জেলে ছিলেন সেই ট্রলারে। সেই জেলেদের একজন জানিয়েছেন, তারা মাছের সন্ধানে জাল ফেলেছিলেন কক্সবাজার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।

আরোও পড়ুন : তুলকালাম কাণ্ড দিঘায়, হাজার হাজার মানুষের জীবনে নেমে এল বড় সংকট! এক নির্দেশেই মাথায় হাত

সেখানে এক টানেই ধরা হয়েছে সাড়ে সাত হাজার ইলিশ। এরপর তারা উপকূলে ফিরে আসেন সেই ইলিশ মাছগুলিকে সঙ্গে করে নিয়ে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই ইলিশ মাছগুলি বিক্রি করে ট্রলার মালিক উপার্জন করেছেন প্রায় ৫২ লক্ষ টাকা। রবিবার ফিশারিঘাটে নিয়ে আসা হয় ওই ইলিশ মাছগুলিকে।

india economy fishing 11 1632725655270 1692600013997

এই মাছগুলির ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কিলোর মধ্যে। বাংলাদেশের পাইকারি বাজারে এক কিলো ইলিশ কিনতে খরচা করতে হচ্ছিল ৮৫০ টাকা। ৬৫০ টাকায় বিক্রি হচ্ছিল ৮০০ গ্রামের ইলিশ। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের কথায়, ইদানিং কিছুটা হলেও দাম কমতে শুরু করেছে ইলিশ মাছের। জোগান বৃদ্ধি পেলে দাম আরো কিছুটা কমবে বলে আশা মৎস্য ব্যবসায়ীদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X