বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুটা তেমন ভালো হল না শেয়ার বাজারের (Share Market) জন্য। বৃহস্পতিবার বড় ধাক্কা এল স্টক মার্কেটে। এক ধাক্কায় ৭৮০ পয়েন্ট পড়ল সেনসেক্স। অন্যদিকে নিফটি পড়েছে আড়াইশো পয়েন্টেরও বেশি। উইপ্রোর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি বছর শুরুই করল লোকসান দিয়ে।
বিপুল ক্ষতি শেয়ার বাজারে (Share Market)
শেয়ার মার্কেটের পরিসংখ্যান বলছে, এদিন ৭৮০.১৮ পয়েন্ট নেমে বাজার বন্ধ হওয়ার সেনসেক্সের সূচক দাঁড়ায় ৮৪১৮০.৯৬ তে। নিফটি সূচক ২৬৩.৯০ পয়েন্ট পতনের পর নিফটি সূচক দাঁড়ায় ২৫৮৭৬.৮৫ এ। এদিন সবথেকে বেশি ক্ষতির মুখে পড়ে উইপ্রো সংস্থা।

কেন এত ধস: উল্লেখ্য, গত চারদিনে ১৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এর জেরে বিনিয়োগকারীরা খুইয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকা। কিন্তু এভাবে কেন ধস নামছে শেয়ার বাজারে (Share Market)। শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ হল ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ। বুধবার একটি বিল অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন : ১ ঘন্টায় পৌঁছে দেবে দিঘা, জলের শক্তিতেই ছুটবে নতুন হাইড্রোজেন ট্রেন, ভাড়া কত জানেন?
বেড়েছে শেয়ার বিক্রি: সেই বিল অনুযায়ী, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপরে ৫০০ শতাংশ শুল্ক লাগু হবে। আগে থেকেই ৫০ শতাংশ শুল্ক চাপানোয় ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। এবার ৫০০ শতাংশ শুল্ক চাপলে তার পরিণতি কী হবে তা ভেবে এদিন সকাল থেকেই বেড়ে যায় শেয়ার বিক্রি।
আরও পড়ুন : ভুলে যাবেন রেস্তোরাঁর স্বাদ, বাড়িতেই বানিয়ে নিন জিভে জল আনা চিকেন ডাকবাংলো, রইল রেসিপি
শেয়ার বাজারের পরিসংখ্যান বলছে, বিদেশি বিনিয়োগকারীরাই মূলত ভারতীয় সংস্থাগুলি থেকে বিক্রি করে দিচ্ছেন শেয়ার। পাশাপাশি ভেনেজুয়েলায় মার্কিন হামলা, ভারত তথা প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ থেকে রাশিয়া আমেরিকার টানাপোড়েনের মতো ঘটনার প্রভাবও ভারতীয় শেয়ার বাজারে। কবে কাটবে এই পরিস্থিতি তাও এখনও স্পষ্ট নয় বলে জানাচ্ছেন মার্কেট বিশ্লেষকরা।












