এবার জলপাইগুড়িতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! গাড়ির টায়ারে মিলল প্রায় কোটি খানেক

বাংলাহান্ট ডেস্ক : গাড়ি ছুটছে বিহারের দিকে আর সেই গাড়িতেই সাজানো রয়েছে বান্ডিল বান্ডিল টাকা। কিন্তু, বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় নেই। তবে, গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি চালাতেই অতিরিক্ত টায়ারের মধ্যে পাওয়া গেলো পাহাড় প্রমাণ লুকোনো টাকা। যার পরিমাণ নগদ ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা।

যখন পুলিশ বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি অঞ্চলে রবিবার তল্লাশি চালাচ্ছিলো তখনই এই মোটা অঙ্কের টাকার হদিশ পাওয়া যায়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যেই গাড়িতে থাকা ৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

   

রবিবার গোপন সূত্রে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে, ওই এলাকায় টাকা পাচারের পরিকল্পনা চলছে। এরপরেই তারা জানতে পারেন যে, ধূপগুড়ি হয়ে এশিয়ান হাইওয়ে ৪৮ থেকে একটা ছোটো গাড়িতে করে বেশ কয়েকজন লোক বেআইনি টাকা নিয়ে আসছে।

এই খবর শোনা মাত্রই পুলিশকর্মীদের তরফ থেকে কড়া নাকা চেকিং শুরু হয়। তারপর ছোট একটি কালো গাড়িকে দেখে পুলিশের সন্দেহ বাড়তে থাকায় সেই গাড়িটিতেই শুরু হয় খানা তল্লাশি। এরপরেই গাড়ির অতিরিক্ত টায়ারের মধ্যে থেকে বেরিয়ে আসে থরে থরে সাজানো টাকা।

জানা গিয়েছে, ওই গাড়িতে থাকা ৫ জনকে যখন পুলিশ এই টাকার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তারা কোনও সদুত্তর দিতে পারেনি। টাকা নিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ওই পাঁচজন যুবক ব্যর্থ হন। ৯৩ লক্ষ ৮৪ হাজার টাকা নিয়ে তারা বেশ ভালোই চম্পট দিচ্ছিলো।

Howrah Money Recovered

গাড়ির নম্বর প্লেট দেখে আন্দাজ করা যায় গাড়িটি বিহারের পূর্ণিয়া জেলার। গাড়িটি আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে যাচ্ছিলো। জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “একটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর