বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বড় শিল্পের অবস্থা খুব খারাপ। বাংলায় সেই অর্থে ভারী ও বড় শিল্প নেই। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের অভিযোগ তুলেছে। তবে এবার বড় বিনিয়োগ আসতে চলেছে বাংলায়। বাংলায় প্রায় ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( SAIL)।
জানা যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বাংলায় কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে। পশ্চিমবঙ্গের IISCO প্ল্যান্টে চার মিলিয়ন টন গ্রিনফিল্ড স্টিল প্ল্যান্ট তৈরি করা হবে। এই বিপুল পরিমাণ বিনিয়োগ হবে সেখানে। হাই এন্ড ফ্ল্য়াট হট রোলড কয়েল সেখানে তৈরি করবে SAIL।
আরোও পড়ুন : ইস্ট-ওয়েস্ট লাইনে এবার নতুন বিভ্রাট! বিপাকে স্বয়ং মেট্রোর শীর্ষকর্তা, চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের
এই উদ্যোগ নেওয়া হচ্ছে আসানসোলের বার্নপুরে। এই প্রকল্প করার জন্য ইতিমধ্যেই মিলে গেছে অনুমোদন। ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স সূত্রে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জানা যাবে কত টাকা খরচ হবে ও কত টাকা বিনিয়োগ হবে। জানা যাচ্ছে এই প্রকল্পের কাজ শেষ হবে আগামী তিন থেকে চার বছরের মধ্যে।
আরোও পড়ুন : অত্যচারের সীমা ছাড়িয়েছে, ‘পুলিশকে শাঁখা-চুড়ি পরাব আজ’, হুঙ্কার সন্দেশখালির মহিলাদের
এই প্রকল্পের মাধ্যমে নতুনভাবে বিকশিত হবে ভারতের স্টিল শিল্প। এই বিনিয়োগের ফলে প্রচুর পরিমাণ কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। এই ধরনের শিল্পে একদিকে যেমন প্রয়োজন হয় দক্ষ শ্রমিকের, অন্যদিকে প্রচুর পরিমাণ অদক্ষ শ্রমিকও লাগে। তাই দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকেরই প্রয়োজন হবে এই শিল্পে। এই প্রকল্প ঘিরে নতুনভাবে আশার আলো দেখতে পাচ্ছেন বাংলার মানুষ।
এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হতে চলেছে পশ্চিম বর্ধমানে গ্রিনফিল্ড স্টিল প্ল্যান্টে। প্রথমেই ২৪ হাজার কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ করা হবে সংস্থার পক্ষ থেকে। এই বিনিয়োগ আসলে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র বেশ খানিকটা বদলে যাবে। এই বিনিয়োগের হাত ধরে শিল্প ক্ষেত্রে জোয়ার আসতে পারে বলে অনেকের ধারণা।