বাংলাহান্ট ডেস্ক : আগামী দিনে ভারতের কর্মক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে অ্যাপেল। তিন বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে মার্কিন এই বহুজাতিক সংস্থা। সরকারি সূত্রে এমন খবরই উঠে আসছে। অ্যাপেল কোম্পানির বিভিন্ন বিভাগে বর্তমানে প্রায় দেড় লক্ষ ভারতীয় কাজ করেন। তবে এই সংস্থা আগামী দিনে সেই সংখ্যা আরো বৃদ্ধি করতে চলেছে।
সংবাদসংস্থা পিটিআইকে এক সরকারি কর্তা জানাচ্ছেন, “ভারতে (India) নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। তবে সরাসরি অ্যাপেল নয়, ভেন্ডর ও কম্পোনেন্ট সাপ্লায়ারদের মাধ্যমে ভারতীয়দের নিয়োগ করা হবে।”
আরোও পড়ুন : এবার ওপেনহাইমারের সাথে মিলে গেলেন রবি ঠাকুর! UPSC টপারের মক টেস্ট সামনে আসতেই শোরগোল
জানা যাচ্ছে, অ্যাপেল সংস্থা ভারতের মাটিতে নিজেদের পণ্য উৎপাদন করতে আগ্রহী। সংস্থার পরিকল্পনা ভারতের মাটিতে আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদন করা। ক্রমাগত ভারতে বাড়ছে অ্যাপেলের চাহিদা। ভারতে ২০২৩ সাল থেকে আপেলের পণ্যের চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
একটি তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবর্ষে ৬০০ কোটি টাকার অ্যাপেল পণ্য আমদানি করেছিল ভারত। এই অংকটা এক বছরে হয়ে গেছে ১২০০ কোটি। তাই এই সব কথা মাথায় রেখে আগামী দিনে ভারতে নিজেদের উৎপাদন বৃদ্ধি করতে চাইছে অ্যাপেল। সেই লক্ষ্যে এই সংস্থা ভারতে আরো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে অদূর ভবিষ্যতে।