চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর! লোক নিচ্ছে কলকাতা মেট্রো, আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মেট্রো নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক কর্মী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্পোরেশন লিমিটেড সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে এসজি/জেএজি স্তরে।

পাশাপাশি বলা হয়েছে ডিওয়াই পদেও আবেদন করতে। কলকাতা মেট্রো এই নিয়োগ করতে চলেছে চুক্তিভিত্তিক চিফ ইঞ্জিনিয়ার/আর্বিটেশন/সিভিল/এক্সপার্ট পদে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার শেষ তারিখ ৮ই সেপ্টেম্বর। আবেদনপত্রে আবেদনকারীদের শংসাপত্র ছাড়াও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

উল্লেখ করতে হবে এই রেফারেন্স নম্বর KMRCL/GM/Admin/V-Notice/Dy.CE/Arbn/2023। সাদা কাগজে আবেদনকারীকে লিখতে হবে বায়ো ডাটা/ অ্যাপ্লিকেশন। আবেদনপত্রের সাথে দিতে হবে যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার (যদি প্রযোজ্য হয়) শংসাপত্রের জেরক্স। আবেদন পত্রের খামের উপর লিখতে হবে “APPLICATION FOR APPOINTMENT TO THE POST OF_____ ON CONTRACTUAL.”।

আরোও পড়ুন : ২.৫ লাখের কাছাকাছি কর্মসংস্থান! চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ ভারতীয় রেলে, আবেদন করুন আজই

আবেদন পত্রটি পাঠাতে হবে এই ঠিকানায় -জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন), কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা-৭০০০২১, (General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited (KMRCL), KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021)।

problem with job interviews 3a81e363994dd204dcc55f88982c3231990c7086039a9b7aacccbd0cb3d136ab9812fe6c5c8c6ba8f1d04085ce21c9d6cc7bbbbbe7b8757baa371af23e444f00

কলকাতা মেট্রোর গভর্নিং বডি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করবে। কলকাতা মেট্রো রেলের ওয়েবসাইটে সাক্ষাতের সময় ও অন্যান্য বিস্তারিত দেওয়া হবে। এছাড়াও পদের বিস্তারিত জানতে আপনারা কলকাতার মেট্রো রেলের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর