রাজ্যের বেকারদের জন্য সুখবর! বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে সমবায় ব্যাঙ্ক, মিলবে মোটা বেতন

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট, আর তার আগে জনগণকে খুশি করার কোনো প্রচেষ্টাই বাদ রাখছেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে নতুন করে নিয়োগের  (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গের রাজ্য সমবায় ব্যাংকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো বিষয়টা।

মোট শূন্যপদ : রাজ্য সরকারের তরফে সমবায় ব্যাংকে স্থায়ী প্রার্থী নেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। ক্লার্ক পদের জন্য এই চাকরি মিলবে এবং সেখানে শূন্যপদ রয়েছে 50টি।

শিক্ষাগত যোগ্যতা : ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রথমেই প্রয়োজন পড়বে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রী। এর সাথে Computer Application অথবা IT তে ডিপ্লোমা প্রয়োজন পড়বে।

বেতন : ক্লার্ক পদের মাসিক বেতন রয়েছে 38,513 টাকা। এর সাথে যুক্ত হবে বিভিন্ন ভাতা এবং DA সহ অন্যান্য সুযোগ সুবিধা।

আরও পড়ুন : কম মাস মাহিনাতেও হতে পারেন কোটিপতি! জানুন সেভিংস-র এই মোক্ষম ফর্মুলা

আবেদন পদ্ধতি : সমবায় ব্যাংকের ক্লার্ক পদে আবেদন করার জন্য আপনাকে সমবায় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজেই দেখা মিলবে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তির। সেখানে ক্লিক করলেই আবেদনপত্র খুলে যাবে। আবেদনপত্র পূরণ করার পর জমা করতে হবে আবেদন ফি।

আরও পড়ুন : ভোটের মুখে বাম্পার খবর, ৫ মাসের মধ্যে দ্বিতীয় দফায় DA বাড়ালো সরকার, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

job employment 660 271119043143

আবেদনের জন্য কত টাকা লাগবে?
বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য আবেদন ফি বিভিন্ন। তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের প্রসেসিং ফি বাবদ 250 টাকা দিতে হবে। অন্যান্য প্রার্থীদের 400 টাকা ফি সমেত আরো 250 টাকা প্রসেসিং ফি জমা করতে হবে। সেক্ষেত্রে জেনারেল এবং OBC ক্যাটেগরির আবেদনকারীদের 650 টাকা দিতে হচ্ছে।

আরও পড়ুন : নিজ্জর কাণ্ডে মুখ পুড়ল ট্রুডোর! কানাডার বক্তব্যকে মানতে নারাজ তাঁদেরই বন্ধুরাষ্ট্র

উল্লেখ্য যে, আগামী 10 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া এও জানিয়ে রাখি 40 বছর পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। অবশ্য বিভিন্ন ক্যাটেগরিতে যে বয়সের ছাড় রয়েছে তাও মিলবে এখানে। এখনো পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু আশা করা হচ্ছে লোকসভা ভোটের ঠিক পরেই পরীক্ষা আয়োজিত হতে পারে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর