ফের লেনদেন শুরু হবে ১০০০ টাকায়! অবাক হলেন ? বড়সড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : ২০১৬ সালে আমরা নোট বন্দী শব্দটির সাথে পরিচিত হই। ২০১৬ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করেন। তারপর গোটা দেশ জুড়ে শুরু হয় হইচই। নির্দেশ দেওয়া হয় যাদের কাছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে সেগুলি ব্যাংকে জমা দিয়ে দিতে।

তার পরিবর্তে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বাজারে আনা হয় নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।। প্রত্যেকটি দেশের বাণিজ্য ক্ষেত্র সুবিধার জন্য বড় অংকের নোট ব্যবহার করার চল রয়েছে। ২০১৬ সাল অবধি ১০০০ টাকার নোট বাজারে চালু ছিল। তবে তারপর সেই জায়গা দখল করে নেয় নতুন ২০০০ টাকার নোট।

আরোও পড়ুন : সুখবর! এবার টিকিট ক্যানসেল করার ১ ঘন্টার মধ্যেই ফেরত মিলবে টাকা, IRCTC দিচ্ছে নয়া সুবিধা

এরপর ২০২৩ সালে রিজার্ভ ব্যাংক দু হাজার টাকার নোটও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমজনতার সমস্যা বাড়তে থাকে। নির্দেশ দেওয়া হয় যাদের কাছে দু হাজার টাকার নোট রয়েছে সেগুলি ব্যাংকে জমা করে দিতে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারতের বাজারে এখন সর্বাধিক মূল্যের ৫০০ টাকার নোট চালু রয়েছে।

আরোও পড়ুন : কতদিন চলবে আপনার রান্নার গ্যাস? বলে দেবে এই নম্বরটিই, না জানলেই ভোগান্তি বাড়বে

এই অবস্থায় অনেকেই বলছেন রিজার্ভ ব্যাংক নতুন ১০০০ টাকার নোট আনতে পারে বাজারে। ২০২৩ সালের গোড়ার দিকে সমাজ মাধ্যমে ভাইরাল হয় যে রিজার্ভ ব্যাংক নতুন ১০০০ টাকার নোট নিয়ে আসছে। যদিও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয় সেই খবর ভুয়ো।

RBI brings new rules for customers

তবে আগামী দিনে ভারতের বাজারে ১০০০ টাকার নোট চালু হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কমিটি সবুজ সংকেত দিলে তবেই RBI নতুন এক হাজার টাকার নোট ছাপাবে। নতুন ১০০০ টাকার নোটের ব্যাপারে এখনো পর্যন্ত সরকার বা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কোনও রকম ইঙ্গিত দেওয়া হয়নি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর