কতদিন চলবে আপনার রান্নার গ্যাস? বলে দেবে এই নম্বরটিই, না জানলেই ভোগান্তি বাড়বে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেকটি রান্নাঘরের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে লিক্যুয়িড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার। এখন অধিকাংশ বাড়িতেই গ্যাস সিলিন্ডারে রান্না করা হয়। নির্দিষ্ট পদ্ধতি মেনে গ্যাস সিলিন্ডার বুক করলে সংস্থার পক্ষ থেকে নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়া হয় এবং পুরনো ফাঁকা সিলিন্ডারটি নিয়ে যাওয়া হয়।

তবে আপনারা কি জানেন প্রত্যেকটি জিনিসের মত এই গ্যাস সিলিন্ডারেরও হয় Expiry ডেট? খাদ্যদ্রব্য কিংবা ওষুধ, প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ কোনও জিনিস ব্যবহার করা উচিত নয়। তবে অনেকেই হয়ত জানেন না আমাদের রান্না ঘরে যে গ্যাস সিলিন্ডারটি রয়েছে সেটিরও নির্দিষ্ট Expiry ডেট থাকে।

আরোও পড়ুন : চাকরি না করেও প্রতি মাসে মিলবে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার পেনশন! SBI’র এই স্কিম অনেকেরই অজানা

সেই মেয়াদের পর গ্যাস সিলিন্ডার ব্যবহার করা উচিত নয়। মূলত গ্যাস সিলিন্ডারের উপরের অংশে কিছু লেখা আমরা দেখতে পাই। সেই লেখাটি বলে দেয় আমাদের এলপিজি সিলিন্ডারের মেয়াদ কতদিন পর্যন্ত রয়েছে। A,B,C,D – এই চারটি অক্ষরের যেকোনো একটির পর লেখা থাকে দুই ডিজিটের নম্বর।

আরোও পড়ুন : বাংলার তিনটি রাজধানী এক্সপ্রেসে এল বড় বদল! এবার আরো সহজেই মিলবে ট্রেনের টিকিট

এটিই হল ওই গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণের তারিখ। গ্যাস সিলিন্ডারে A অক্ষরের অর্থ জানুয়ারি থেকে মার্চ, B অক্ষরের অর্থ এপ্রিল থেকে জুন, C অক্ষরের অর্থ জুলাই থেকে সেপ্টেম্বর এবং D  অক্ষরের অর্থ অক্টোবর থেকে ডিসেম্বর। তারপর যে দুই ডিজিটের নম্বর থাকে সেটি সাল বোঝায়।

72764 new project 22

যেমন ধরা যাক কোনও একটি গ্যাস সিলিন্ডারে লেখা রয়েছে A.25, এর অর্থ হল এই গ্যাস সিলিন্ডারটি জানুয়ারি থেকে মার্চ মাসের ২০২৫ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে অনেক তেল সংস্থা বলে, এই তারিখের পরও ব্যবহার করা যায় গ্যাস সিলিন্ডার। তবে সেটি সংস্থার পক্ষ থেকে সঠিকভাবে চেক করার পর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর