বাংলাহান্ট ডেস্ক : দেশে ক্রমাগত বাড়তে থাকা বেকারত্ব চিন্তা বাড়াচ্ছে যুব সম্প্রদায়ের। বিপুল চাহিদার সাপেক্ষে শূন্য পদের সংখ্যা হাতেগোনা। তার মধ্যেও মাঝে মধ্যে একাধিক সরকারি ও সরকার অধীনস্থ সংস্থাগুলি জারি করে থাকে নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি। এবার দেশের চাকরি প্রার্থীদের জন্য ২০টি শূন্য পদে নিয়োগের ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)।
কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ
কেন্দ্রীয় সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক শূন্য পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হলেও, প্রতি মাসে রয়েছে মোটা অঙ্কের পারিশ্রমিক। পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনও প্রান্তের প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই শূন্য পদে।
আরও পড়ুন : এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে! অস্বস্তি আর গরমের মাঝেই স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর
এই মর্মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ বছরের চুক্তির ভিত্তিতে এএআই দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীদের নিয়োগ (Recruitment) করবে একটি পদে। দেশজুড়ে সংস্থার বিভিন্ন আঞ্চলিক অফিসে পোস্টিং হবে নির্বাচিত প্রার্থীদের। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন : আজকের রাশিফল ৩১ মার্চ, সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি
নিয়োগকারী সংস্থা : এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)।
কোন পদে নিয়োগ : বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থা কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
মোট শূন্য পদের সংখ্যা : উল্লেখিত পদে মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
কর্মস্থল : কলকাতা, মাদুরাই, চেন্নাই-সহ অন্য শহরে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে যোগ্যতা : অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
পারিশ্রমিক : নিযুক্তদের মাসিক ৭৫ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করবে সংস্থা।
আবেদন পদ্ধতি : বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফরম্যাটে আবেদন পত্র মেইল করতে হবে আবেদনকারীকে। ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ : ২ এপ্রিল, ২০২৫।