প্রয়োজন নেই অভিজ্ঞতার, এবার মাধ্যমিক পাশেই মিলবে রেলে চাকরির সুযোগ! দেখুন, বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত খবরের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যুবক যুবতীরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল।

যে পদে আবেদন হবে– Halt Contractor

শিক্ষাগত যোগ্যতা – শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, আবেদনকারী প্রার্থীদের কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই।চাকরিপ্রার্থীদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে যাতে তারা টিকিটে লেখা যাত্রীর নাম পড়তে পারে।

আরোও পড়ুন : নয়া প্রতীক আসছে ভারতীয় বায়ুসেনায়! ঠাঁই পাচ্ছে গীতার শ্লোক, থাকছে দেবনাগরী ভাষায় বিশেষ কথা

আবেদনকারীর বয়সসীমা- টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে।

বেতন – টিকিট কালেক্টর পদে চাকরি পেয়ে গেলে বেতন হবে প্রত্যেক মাসে 15,000 টাকা থেকে 2,00,001 টাকা পর্যন্ত

আরোও পড়ুন : ট্রেন টানত ঘোড়া, যাতায়াত করতেন বহুজনেই! অবাক লাগছে? এই দেশেই চলত এমন বিশেষ ‘যান’

আবেদন করার পদ্ধতি – সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে। নিজেদের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সেই ফর্মটি মুখ বন্ধ খামে করে সরাসরি অফিসে গিয়ে জমা করতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – The Division Railway Manager (Commercial) Room number 4, Eastern Railway Sealdah pin- 700014

MA, BEd, graduates sat for the fourth grade staff recruitment test in west bengal

নিয়োগ প্রক্রিয়া – টিকিট কালেক্টর পদে কিভাবে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কোন কিছু জানানো হয়নি। সেটি আপনাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ – 19/10/2023 তারিখে এই পদের জন্য শেষ আবেদন করা যাবে।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর