বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারি ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)। সেই মর্মে বর্ধমান (burdwan) শহরের প্রাণকেন্দ্রে কার্জন গেটে সরগরম ছিল গোটা এলাকা। একে তো নতুন বছরের প্রথম দিন, তারউপর আবার দলের প্রতিষ্ঠা দিবস। আয়োজন করা হয়েছিল একটি বিশাল অনুষ্ঠানের।
এদিনের অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি, কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা।
ঠিক ছিল সেখানে অ্যাম্বুল্যান্স এবং শববাহী গাড়ি উদ্বোধনের পর, কম্বল বিলি করা হবে। প্রথমে সেখানে নির্বিঘ্নেই ৪ টি অ্যাম্বুল্যান্স এবং ২ টি শববাহী গাড়ি উদ্বোধন করা হয়। কিন্তু গোল বাঁধে তারপরই। কম্বল বিলির কথা মাইকে ঘোষণা করতেই ঘটে যায় বিপত্তি।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিশৃঙ্খলা! কম্বল বিলি অনুষ্ঠানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়িতে অসুস্থ কয়েকজন#TMCFoundationDay #ZEE24Ghanta pic.twitter.com/JUNML1gcTf
— zee24ghanta (@Zee24Ghanta) January 1, 2022
রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে। অভিযোগ উঠছে, এই পরিস্থিতিতে কারো মুখেই নাকি মাস্কের কোন বালাই ছিল না। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে একজন মহিলা আবার অজ্ঞানও হয়ে পড়েন। সেইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। অসুস্থ মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এবিষয়ে বিধায়ক খোকন দাস জানিয়েছেন, ‘এদিন আমরা কম্বলের সঙ্গে ৪ হাজার মাস্কও বিলি করেছিলামে। ভিড়ের মধ্যে অধিকাংশের মুখেই মাস্ক ছিল। তবে মাইকে বারবার আমরা সকলকে সতর্ক করলেও, ভিড়ের মধ্যে একটি তো হুড়োহুড়ি হয়েই যায়’।
যদিও এই ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিরোধীরা। তবে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে সবুজ শিবির।