তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে বড় সিদ্ধান্ত, এবার নিজস্ব দল গড়ে AIMIM-এর জোটে মাঠে নামার প্রস্তুতি হুমায়ুনের

Published on:

Published on:

Humayun Kabir Announces New Party Alliance Plan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) এবার বাংলার রাজনীতিতে বড় ঘোষণা করলেন। তিনি জানালেন, আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে জোট বেঁধে নতুন রাজনৈতিক দল গড়বেন। শুধু তাই নয়, ISF, বাম এবং কংগ্রেস, সব পক্ষকেই এই নতুন মঞ্চে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নতুন দল গঠনের ঘোষ করলেন হুমায়ুন (Humayun Kabir)

হুমায়ুন (Humayun Kabir) জানান, ওয়েইসির সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। ওয়েইসি তাঁকে হায়দ্রাবাদে আসতেও বলেছেন। নতুন দল গঠনের বিষয়ে দু’জনের আলোচনা প্রায় চূড়ান্ত। তিনি আরও জানান, ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দল ঘোষণা করবেন এবং তার পর মুর্শিদাবাদেই দলের বড় সম্মেলন হবে। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, “আমি একটা রাজনৈতিক দল। আমাকে দল করতেই হবে। শুধু বাবরি মসজিদ তৈরি করার জন্য আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল।”
১৩৫ আসনে লড়াইয়ের ঘোষণা

হুমায়ুন বলেন, “২৯৪ আসনের মধ্যে ১৩৫টিতে আমি লড়াই করব। AIMIM-এর সঙ্গে জোট করব। আমি দল তৈরি করছি, অন্য দলে যাওয়ার প্রশ্ন নেই। আমিই দলের চেয়ারম্যান হব।” তিনি আরও জানান, দল গঠনের পর প্রথম বড় সম্মেলনে ওয়েইসিকে আমন্ত্রণ জানাবেন।

AIMIM দলটা কী?

AIMIM বা All India Majlis-e-Ittehadul Muslimeen হল ভারতের একটি রাজনৈতিক দল, যার মূল কেন্দ্র হায়দ্রাবাদ। দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি, যিনি লোকসভার অত্যন্ত পরিচিত ও বিতর্কিত নেতাদের একজন। AIMIM মূলত সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমস্যা, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কথা বলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় AIMIM ৭ জনপ্রার্থী দিয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনে ফের শক্তভাবে মাঠে নামছে এই দল। আর এই দলের সাথে জোট গড়ে তুলতে চাইছে হুমায়ুন কবীর (Humayun Kabir)।

ISF ও বামেদের প্রতিও আহ্বান

শুধু AIMIM নয়, ISF এবং বামফ্রন্ট, দু’পক্ষকেই দলে চাইছেন হুমায়ুন। কংগ্রেস এলেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন বলেন, “সবাইকে নিয়ে আমার একটাই টার্গেট, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া।”

তবে বাম নেতা শতরূপ ঘোষ কড়া ভাষায় বলেন, ভোটের আগে এমন দল তৈরি হওয়া নতুন কিছু নয়। হুমায়ুনের ‘ধর্ম-কেন্দ্রিক’ রাজনীতি গ্রহণযোগ্য নয়। রাজনীতি মসজিদ-মন্দির নয়, স্কুল-হাসপাতাল নিয়ে হওয়া উচিত।

তৃণমূলের প্রতিক্রিয়া

হুমায়ুনের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, মুর্শিদাবাদে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছিলেন। দল তাঁকে সাসপেন্ড করেছে, এরপর তিনি কী করবেন সেটা তৃণমূল দেখবে না।

Humayun Kabir Announces New Party Alliance Plan

আরও পড়ুনঃ মৃত ভোটারহীন বুথ! SIR আবহে জোর রহস্য এই জায়গায়, নজরদারি শুরু প্রশাসনের

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরকে (Humayun Kabir) সাসপেন্ড করলে একসময় তিনি বিধায়ক পদ ছাড়ার কথা বলেন। তবে এদিন তিনি জানিয়ে দেন যে, ভরতপুরের মানুষ তাঁকে ইস্তফা না দিতে অনুরোধ করেছেন। তাই তিনি আপাতত পদ ছাড়ছেন না।