বাংলা হান্ট ডেস্কঃ নতুন দল গঠনের ঘোষণা করেই ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড় বদল। বালিগঞ্জ আসনে ঘোষিত প্রার্থী নিশা চ্যাটার্জিকে বাতিল করার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন। তাঁর জায়গায় অন্য প্রার্থী দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চ্যাটার্জির নাম সরালেন হুমায়ুন (Humayun Kabir)
মুর্শিদাবাদের বেলডাঙায় গতকাল অর্থাৎ সোমবার ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই মঞ্চ থেকেই তিনি ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল নিশা চ্যাটার্জির নাম। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়। নিশা চ্যাটার্জির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সব ভিডিও ঘিরে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর জীবনযাপন নিয়ে নানা মন্তব্য ও পোস্ট হতে থাকে। অনেকেই দাবি করেন, ওই সব ভিডিও দলের ভাবমূর্তিকে ক্ষতি করতে পারে।
এই বিষয়টি সামনে আসতেই দ্রুত সিদ্ধান্ত নেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি জানান, নিশা চ্যাটার্জিকে দল থেকে সরানো হচ্ছে এবং বালিগঞ্জে তাঁর পরিবর্তে অন্য প্রার্থী দেওয়া হবে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পার হতে না হতেই প্রার্থী বদলের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে হুমায়ুন কবীর বলেন, “ওঁর কিছু ভিডিও রয়েছে, যেগুলো দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালিগঞ্জে মুসলিম প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করব।” দল সূত্রে জানা গিয়েছে, জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীর (Humayun Kabir) আগামী সাত দিনের মধ্যেই বালিগঞ্জের নতুন প্রার্থীর নাম ঘোষণা করবেন। সেই আসনে মুসলিম প্রার্থীই লড়বেন বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর বেলডাঙায় নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’। তিনি স্পষ্ট জানিয়েছেন, নতুন দলের নামে কংগ্রেস বা তৃণমূল, এই দুই শব্দের কোনও ব্যবহার তিনি রাখতে চাননি। একই সঙ্গে দলের ইস্তেহারও প্রকাশ করেন তিনি। দলের পতাকার রং হলুদ, সবুজ ও সাদা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে রিপোর্ট দিতে নির্দেশ, কোন মামলায় ক্ষুব্ধ হাই কোর্ট?
মঞ্চ থেকেই নিশা চ্যাটার্জি আরও জানান, তিনি আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে লড়তে প্রস্তুত। তবে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হলেও, হুমায়ুন কবীরের (Humayun Kabir) সিদ্ধান্তে শেষ পর্যন্ত সেই অধ্যায় খুব দ্রুতই শেষ হয়ে গেল। নতুন দল ঘোষণার শুরুতেই এই প্রার্থী বদলের সিদ্ধান্ত জনতা উন্নয়ন পার্টির রাজনৈতিক যাত্রায় প্রথম বড় আলোচ্য বিষয়।












