বিপুল অর্থ-সোনা! বাবরি মসজিদ নির্মাণে ফুলেফেঁপে উঠছে অনুদান, স্বচ্ছতায় জোর দিয়ে লাইভেই গণনা হুমায়ুনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : তৈরি হবে বাবরি মসজিদ। বেলডাঙা থেকে গত ৬ ডিসেম্বর এই উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। জানা গিয়েছে, ১৫ তারিখ রাত থেকে ২০ তারিখ দুপুর পর্যন্ত মোট যত অনুদান জমা পড়েছে, তার গণনা শুরু হয়েছে। চলেছে ফেসবুক লাইভও। এর আগেও অবশ্য নিজের ব্যক্তিগত পেজে মসজিদ নির্মাণের অনুদান হিসেবে জমা পড়া টাকার গণনা নিয়ে লাইভ করতে দেখা গিয়েছে হুমায়ুন কবীর।

হুমায়ুনের (Humayun Kabir) মসজিদ নির্মাণে চলছে অনুদান গণনা

প্রাক্তন তৃণমূল নেতার বক্তব্য, যতটা অনুদান জমা পড়েছে তার গণনায় কোনও গরমিল তিনি চান না। একথা আগেই জানিয়েছেন তিনি। তাই সাক্ষী থাকবে ক্যামেরা। নজর রাখবে মানুষ। গত ১৫ ডিসেম্বর তিনি বেলডাঙায় মসজিদ নির্মাণের স্থান থেকেও ফেসবুক লাইভ করেছিলেন তিনি। সেখানে স্পষ্ট বোঝা গিয়েছিল, ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরই ভিড় সেখানে বেশি।

Humayun kabir got big donation for mosque

চলছে ফেসবুক লাইভ: লাইভে উপস্থিত জনতার সঙ্গে হাত মেলাতে, কথা বলতে, এমনকি সেলফি তুলতেও দেখা গিয়েছিল ভরতপু্রের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে। মসজিদ নির্মাণ প্রকল্পে অনুদানের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যানার এবং বাকি তথ্যও আপলোড করেছেন হুমায়ুন (Humayun Kabir)। জানা যাচ্ছে, অর্থের পাশাপাশি সোনাও দান করেছেন অনেকে। প্রাক্তন তৃণমূল নেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, অনুদানের অর্থ এবং গয়না সংরক্ষণের জন্য সিসিটিভি সহ ভিন্ন একটি ঘরের বন্দোবস্ত করা হবে।

আরও পড়ুন : যাত্রী পরিষেবায় নতুন ভাবনা! বন্দে ভারত এক্সপ্রেসের আঞ্চলিক খাবারের মেনুতে জোর দেওয়া হচ্ছে বাঙালি পদে

অন্যান্য জায়গা থেকেও প্রস্তাব: হুমায়ুন কবীর জানান, মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূম, মালদা থেকেও এসেছে মসজিদ নির্মাণের প্রস্তাব। সেখানেও প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২২ ডিসেম্বর নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন : বর্ধমান থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি, অভিনয়ে সুযোগ কীভাবে পেলেন জ্যোতির্ময়ী?

সোমবারের আগেই বেলডাঙায় তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের সামনে জুম্মার নমাজের জন্য বড়সড় জমায়েত হতে পারে বলে জল্পনা। আপাতত এই ইস্যু নিয়েই সরগরম রাজনৈতিক মহল।