বাংলা হান্ট ডেস্কঃ হুগলির ধনেখালিতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে বিশাল মাঠে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। এত বড় ধর্মীয় সমাবেশের মাঝেও হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাবরি মসজিদ বিতর্ক নিয়ে কার্যত নির্বিকার ইজতেমায় আসা মানুষজন।
৬০ বর্গ কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ইজতেমা ময়দান
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে মহেশ্বরপুর এলাকায় প্রায় ৬০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ইজতেমা ময়দান। শ’য়ে শ’য়ে তাঁবু, একাধিক অস্থায়ী হাসপাতাল ও বড় পার্কিং এলাকা তৈরি করা হয়েছে। প্রথম দিনেই রোদ ও ধুলোয় অসুস্থ হয়ে অনেকেই চিকিৎসা নিয়েছেন। গুরুতরদের পাঠানো হয়েছে সিঙ্গুর ও চুঁচুড়া সদর হাসপাতালে।
ইজতেমা শুরু হয়েছে শুক্রবার। চলবে আগামী সোমবার দুপুর পর্যন্ত। ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসলিমরা স্পষ্ট জানিয়েছেন হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তাঁরা বিশেষ আগ্রহী নন। অনেকেই সোজাসাপ্টা বলছেন, “ওটা রাজনীতির বিষয়।” কেউ কেউ আবার বলছেন, “ইজতেমার ময়দানে এসব আলোচনা করা ঠিক নয়।”
বুধবার ইজতেমা পরিদর্শনের এসেছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)
বুধবার ইজতেমা ময়দান পরিদর্শনে এসে ঘেরাওয়ের মুখে পড়েছিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবে শুক্রবার তিনি সম্মেলনে ছিলেন না। জন্মদিনের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় ফোনও ধরেননি বলে জানান তাঁর দলের প্রেস সচিব। ফোনে যোগাযোগ করা হলে তাঁর দলের প্রেস সচিব কামাল হোসেন জানান, “আজ উনি ফোন ধরবেন না। খুব ব্যস্ত। কাল ওঁর জন্মদিন।” আজ ৬৩ বছর পূর্ণ হয়ে ৬৪-তে পা দেবেন হুমায়ুন কবীর।
লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে মাঠে নেমেছে প্রশাসন। শাসকদল তৃণমূলের জনপ্রতিনিধিরাও সহযোগিতায় রয়েছেন। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র শুক্রবার হাইওয়ের ধারে পুলিশের সহায়তা কেন্দ্রে বসে পরিস্থিতির তদারকি করেন। তিনি বলেন, “যাঁরা আসছেন, তাঁরা আমাদের অতিথি। তাঁদের আগলে রাখা আমাদের দায়িত্ব।” তিনি জানিয়েছেন, ভিড় হিসাবের বাইরে চলে গিয়েছে। সোমবার শেষ দিনে ভিড় আরও বাড়তে পারে বলে অনুমান।
ইজতেমায় যোগ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। এসেছেন নেপাল থেকেও। নেপালের বিরাটনগরের বাসিন্দা প্রায় ৭০ বছরের কামালউদ্দিন জানান, “এটা আমার পঞ্চম বিশ্ব ইজতেমা। ৩২ বছর আগে হাওড়াতেও এসেছিলাম।” বাংলাদেশ থেকেও অনেকে এসেছেন বলে পুলিশ সূত্রে খবর, যদিও সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেকেই পরিচয় গোপন রাখছেন।

আরও পড়ুনঃ রাজ্য বার কাউন্সিল ভোটেও ‘এন্ট্রি’ নিল SIR! খসড়া তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী, মামলা গেল হাই কোর্টে
চারদিনে কয়েকশো কোটির ব্যবসা
এই চার দিনে এলাকায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে বলে অনুমান। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে হোটেল ও রেস্তরাঁগুলো তাঁবু খাটিয়ে শয্যার ব্যবস্থা করছে। কোথাও রাতপ্রতি ভাড়া তিন হাজার টাকা, কোথাও তারও বেশি। এক হোটেল ম্যানেজার জানান, “এক রাতেই ৮০ হাজার টাকা উঠে গিয়েছে।” সব মিলিয়ে আগামী চার দিন ধনেখালি কার্যত ‘ইজতেমানগর’।












