বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরেই ফের ফেটে পড়ল অসন্তোষ। প্রকাশ্যে দলীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বললেন, “আর চুপ থাকব না। ১৫ অগস্ট পর্যন্ত ধৈর্য ধরব, তারপর ‘অলআউট’ লড়াই শুরু করব।” জেলা নেতৃত্বকে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন তিনি।
নিজের বিধানসভা নিয়ে ক্ষোভ
মুর্শিদাবাদের সালারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করিনি। আজ এখানে দাঁড়িয়ে ফের বলছি, আমার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন। তারপরও বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছি। আজও সেই লড়াই চলছে। আর এবার আমি তৈরি।” এরপর হুমায়ুন কবির আরও বলেন “আমার বিধানসভা থেকেই ব্লক সভাপতিদের তুলে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। ১৬টা ব্লক, ১৩টা বিধানসভা, কোথাও কিছু হচ্ছে না, শুধু আমাকেই টার্গেট করা হচ্ছে!”
“গর্ত খুঁজেও পাবেন না”, হুমকির সুর বিধায়কের (Humayun Kabir)
তিনি অভিযোগ করেন, “কিছু নেতা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। যেদিন লাগব, গর্তও খুঁজে পাবে না লুকোতে। মুখে না বললেও, জেলার নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে, কে থাকবেন, কে বাদ যাবেন। এটা আর সহ্য করব না।” হুমায়ুন (Humayun Kabir) বলেন, “জেলায় যদি কেউ বিরোধীদের অক্সিজেন দেয়, আমিও কিন্তু জানি কোথায় কাটা যাবে! আমি প্রস্তুত। এবার মুখ খুলব, আর চুপ করে থাকব না।”
আরও পড়ুনঃ ৬ টাকা কেজি অথচ বাজারদর ২০! বিরাট ক্ষতির মুখে বাংলার আলু চাষীরা
এই বক্তব্যের পর জেলা জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অন্যদিকে জেলায় জেলায় সংগঠনের ভিতরে ফাটল স্পষ্ট হচ্ছে। মুর্শিদাবাদ তার অন্যতম উদাহরণ।