বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও এক নতুন দলের আত্মপ্রকাশ হতে চলেছে। মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকেই নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। দল ঘোষণার সঙ্গেই একাধিক বিধানসভা আসনে প্রার্থীর নাম প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নতুন দলের নাম ও ঘোষণা
রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবীর (Humayun Kabir) জানান তাঁর নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। সভার আগেই তিনি জানিয়েছিলেন, নতুন দল গঠনের দিনই বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি নিজে দুটি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দুটি আসন হল – রেজিনগর ও বেলডাঙা
হুমায়ুন কবীর (Humayun Kabir) এদিন জানান, নতুন দলে একাধিক প্রার্থী রয়েছেন যাঁদের নামও হুমায়ুন কবীর। তিনি জানান –
রানিনগর: এখানে প্রার্থী হবেন ডাক্তার হুমায়ুন কবীর। তিনি মুর্শিদাবাদের পরিচিত বিশিষ্ট চিকিৎসক। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রানিনগর কেন্দ্রে প্রার্থী করেছিলেন। হুমায়ুনের অভিযোগ, তৃণমূলেরই একাংশের কারণে তিনি তখন পরাজিত হন। এবার তিনি সৌমিক হোসেনের বিরুদ্ধে হুমায়ুন কবীরের প্রতীক নিয়ে লড়বেন।
ভগবানগোলা: এখানে প্রার্থী হবেন আরও এক হুমায়ুন কবীর। বর্তমান উপনির্বাচনে যিনি প্রায় ৯-১০ হাজার ভোটে জিতেছেন, সেই বিধায়ক রিয়াত হোসেনের বিরুদ্ধে লড়বেন তিনি। এই হুমায়ুন কবীর একজন বিশিষ্ট ব্যবসায়ী।
রেজিনগর ও বেলডাঙা: এই দুই আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।
সব মিলিয়ে, হুমায়ুন কবীরের (Humayun Kabir) কথায়, মুর্শিদাবাদেই চার জন হুমায়ুন কবীর প্রার্থী হচ্ছেন, যদিও একজন হুমায়ুন কবীর দুটি আসনে লড়বেন।
পশ্চিম মেদিনীপুর ও মালদায় সম্ভাব্য প্রার্থী
হুমায়ুন কবীর আরও জানান যে –
পশ্চিম মেদিনীপুর: একজন হাজি সাহেবকে জেলার সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। ওই জেলায় গ্রামীণ ও শহর, দুটি আসন রয়েছে, যেখানে আগে দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন।
মালদা: বৈষ্ণবনগর আসনে একজন মহিলা প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)।
হুমায়ুন কবীর জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলা, জেনারেল, ওবিসি, এসসি ও এসটি, সব শ্রেণির প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করা হচ্ছে।
রামপুরহাটের হুমায়ুন কবীর (Humayun Kabir)
আরও এক সম্ভাব্য প্রার্থী হলেন রামপুরহাটের হুমায়ুন কবীর। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তাঁর একাধিক স্টোন চিপসের খাদান রয়েছে। হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, তাঁর আর এক নাম ভাগ্যবান, এবং যাঁরা ভাগ্যবান, তাঁদের গুরুত্ব পাওয়া স্বাভাবিক।

আরও পড়ুনঃ ভোটার তালিকা নিয়ে ‘গ্রেট ব্লান্ডার’ অভিযোগ, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক মমতা
নতুন দলের ‘এক নম্বর ঘোষণা’ কী?
নতুন দলের প্রথম ও প্রধান ঘোষণা কী হবে, এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, “এক নম্বর ঘোষণা, বাংলার মানুষের উন্নয়ন করা।” তিনি আরও বলেন, সিপিএম ৩৪ বছর ধরে বাংলার মানুষকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে এবং ক্যাডারভিত্তিক রাজনীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এখন রাজ্যে আমলাতান্ত্রিক শাসন চলছে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা কমে যাচ্ছে।












