‘ভালো আছে হিন্দুরা, আনন্দে কেটেছে পুজো’, ঢাকা থেকে জানালেন হুমায়ুন কবীর

Published on:

Published on:

Humayun Kabir shares his Bangladesh visit experiences during Durga Puja

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে বাংলাদেশে ছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। চারদিনের সফরে তিনি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি গিয়েছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী চৌধুরীপাড়া গ্রামে, যেখানে তিনি দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈত্রিক বাড়ি।

শনিবার হুমায়ুন কবীর (Humayun Kabir) ভ্রমণ করেন ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে। সেখানে তিনি দেখেছেন শেখ মুজিবুর রহমানের বাড়ি, যা উগ্রবাদীরা ভেঙে ফেলেছিল। সেই দিনই পদ্মা সেতু পার হয়ে নদীতে নৌকাভ্রমণও করেছেন বিধায়ক। এরপর দুপুরে হোটেলে মাছের বিভিন্ন পদ দিয়ে ভোজন করেছেন হুমায়ূন।

হিন্দুরা বাংলাদেশ ভালই আছে, জানালেন হুমায়ুন কবীর (Humayun Kabir)

ঢাকা থেকে শনিবার রাতে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসি। এই কয়েক দিন যত স্থান পরিদর্শন করেছি, সর্বত্র হিন্দুদের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি পুজো কমিটির সঙ্গে। আমার মনে হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ মিথ্যা। হিন্দুরা বাংলাদেশে ভালোই আছে।”

প্রসঙ্গত, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সম্পর্কে বাংলাদেশ সরকারও একই কথাই বলেছিলেন। কিছুদিন আগে বাংলাদেশে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেছেন, ‘সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ মিথ্যা।’ তবে বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউনুসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে।

উল্লেখ্য, গত বছর নিপীড়নের অভিযোগ মেনে নিয়েছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। হিন্দুদের উপর হামলা, বাড়িঘর পোড়ানো, ব্যবসায় হামলার খতিয়ান সরকারের হাতে জমা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, ইউনুসের সময়কালে ৩৩০ দিনে বাংলাদেশে হিন্দুদের উপর ২ হাজারের বেশি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া এবার পুজোর আগে দেশের ৬৪ জেলার মধ্যে ১৩টিতে দুর্গা প্রতিমা ও প্যান্ডেলে হামলার ঘটনা ঘটেছে।

হুমায়ুন বাংলাদেশের পুজো অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তিনি বলেন, “আমি অনেক পুজো মণ্ডপে গিয়েছি। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি। একজনও কোনও সমস্যা জানায়নি। বরং বলেছেন, বাংলাদেশে পুজো কোনো সমস্যা নেই। কেউ গোলমাল করলে মুসলিম প্রতিবেশীরাই প্রথমে বাধা দেবেন। আজ দেখলাম অনেক মণ্ডপে প্রতিমা আছে, রাস্তায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখেছি। মানুষ আনন্দের সঙ্গে পুজো উদযাপন করেছে।” তবে মুর্শিদাবাদের একটি পুজোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের মুখের আদলে অসুরের মুখ করা হয়েছিল। হুমায়ুন (Humayun Kabir) বলেন, ‘হিন্দুরা এতে ক্ষুব্ধ, কিন্তু মুসলিমরা কিছু বলেননি।’

হুমায়ুনের (Humayun Kabir) সফর নিয়ে মন্তব্য করেছেন বিজেপির তরুণজ্যোতি তেওয়ারি। হুমায়ুন ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, প্রথমবার বাংলাদেশের রেলপথে কক্সবাজার থেকে ঢাকা (চট্টগ্রামের মাধ্যমে) যাত্রা করলেন। এ নিয়ে তেওয়ারি মন্তব্য করেছেন, “ওপারে জামাতিদের সাথে দেখা করতে গেছিল নাকি?” এই বিষয়ে হুমায়ুন বলেন, “যে যা বলে বলুক। আমাকে যারা চেনে তারা জানে, আমার এমন দুরবস্থা হয়নি যে বাংলাদেশে আসব রাজনীতির সুবিধা নিতে। এখানে রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই।”

Humayun Kabir shares his Bangladesh visit experiences during Durga Puja

আরও পড়ুনঃ আজ রেড রোডে পুজো কার্নিভাল, যান চলাচল ও নিরাপত্তা নিয়ন্ত্রণে কড়া নজরদারি পুলিশের

ভরতপুরের বিধায়ক (Humayun Kabir) আরও বলেছেন যে, “৩৬ বছর পর বাংলাদেশে এলাম। দেশটা আমূল বদলে গেছে, অনেক উন্নতি করেছে। দেশভাগের সময় আমাদের আত্মীয়রা মুর্শিদাবাদের সালারে থাকতেন। পরে পূর্ব পাকিস্তানে চলে যান। এখন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। ১৪ তারিখ পর্যন্ত আত্মীয়দের সঙ্গে সময় কাটাব। ১৬ তারিখ বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনীর আয়োজন করছি। ঢাকা থেকেই ফোনে দিন-তারিখ ঠিক করেছি।” সোশ্যাল মিডিয়ায় পদ্মার নৌকা ভ্রমণ ও সমুদ্র সৈকতের ছবিও তিনি শেয়ার করেছেন হুমায়ুন কবীর।