বিয়ে বাড়ির খাওয়ার খেয়ে অসুস্থ শতাধিক, ভর্তি হতে হল হাসপাতালে, তুমুল চাঞ্চল্য এলাকায়

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, একটি বিয়ে বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক জন। এমনকি, তাঁদের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে ওই বিপুল সংখ্যক মানুষকে হাসপাতালেও (Hospital) ভর্তি হতে হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই বিয়ে বাড়ি উঠে এসেছে খবরের শিরোনামে।

Hundreds of people are sick after eating food at marriage

জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশের রাতলাম জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত শতাধিক অতিথি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে, তাঁদের সবাইকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জাভরা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই পুরো ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য।

আরও পড়ুন: ঝড় তুলল ৮৪ পয়সার এই স্টক! মাত্র তিন বছরেই দিল ১৬,০০০ শতাংশ রিটার্ন, আপনিও কি করেছেন বিনিয়োগ?

খাবার খেয়ে শুরু হয় বমি ও পায়খানা:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, গত বৃহস্পতিবার সরসওদা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রচুর মানুষ আমন্ত্রিত ছিলেন এবং তাঁরা সেখানে প্রীতিভোজেও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: এক ঝটকায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম, মহার্ঘ হল রুপোও, জেনে নিন আজকের সর্বশেষ রেট

কিন্তু, ওই প্রীতিভোজেই ঘটে বিপত্তি। যাঁরা খাবার খেয়েছিলেন তাঁদের মধ্যে অধিকাংশজনেরই শরীর খারাপ হতে থাকে এবং বমি ও পায়খানা শুরু হয়। তারপরেই তাঁদের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে, এহেন চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও।

Hundreds of people are sick after eating food at marriage

চিফ ব্লক মেডিক্যাল অফিসার এস এল খারাডি, এসডিএম অনিল ভানা, তহসিলদার বৈভব জৈন ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর