ঝড় তুলল ৮৪ পয়সার এই স্টক! মাত্র তিন বছরেই দিল ১৬,০০০ শতাংশ রিটার্ন, আপনিও কি করেছেন বিনিয়োগ?

বাংলা হান্ট ডেস্ক: অল্প সময়ে অতিরিক্ত অর্থ উপার্জন করতে কে না চান? আর সেই লক্ষ্যেই অনেকে নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ (Investment) করে থাকেন। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটা থাকলেও সঠিক স্টক নির্বাচন করে তাতে বিনিয়োগ করা গেলে হওয়া যায় তুমুল লাভবান। শুধু তাই নয়, সেই সমস্ত স্টক রীতিমতো কোটিপতি বানিয়ে দিতে পারে বিনিয়োগকারীদের।

This 84 paise stock made the investors millionaires

বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক শেয়ারের বিষয়ে আপনাদের জানাবো। যেটি মাত্র তিন বছরেই ১৬,০০০ শতাংশ দ্রুত রিটার্ন দিয়ে মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও বিনিয়োগকারীদের ঠিক এইরকমই দুর্দান্ত রিটার্ন উপলব্ধ করেছে Hazoor Multi Projects Limited-এর শেয়ার।

আরও পড়ুন: এক ঝটকায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম, মহার্ঘ হল রুপোও, জেনে নিন আজকের সর্বশেষ রেট

দাম ছিল ৮৪ পয়সা:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২০ সালের ১৫ মে Hazoor Multi Projects Limited-এর একটি শেয়ারের দাম ছিল মাত্র ৮৪ পয়সা। কিন্তু, গত বুধবার শেয়ার বাজারে এটি ১৩৭.৬০ টাকার স্তরে বন্ধ হয়েছে। পাশাপাশি, শুক্রবার অর্থাৎ ২৪ নভেম্বর এটি পৌঁছে গিয়েছে ১৫১.৭০ টাকার স্তরে।

আরও পড়ুন: তৈরি হচ্ছে নজির! বুলেট ট্রেনের জন্য প্রস্তুত হল ১০০ কিমির ব্রিজ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন

১ লক্ষ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ১.৬ কোটি টাকা:

এদিকে, এই পরিসংখ্যান অনুযায়ী যে বিনিয়োগকারীরা সেই সময়ে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তাঁদের বিনিয়োগ করা অর্থ আজ মাত্র তিন বছরে বেড়ে ১.৬ কোটি টাকা হবে।

This 84 paise stock made the investors millionaires

কিভাবে বেড়েছে টাকা:

২০২০ সালের ৩১ ডিসেম্বরে এই শেয়ারের দাম ছিল মাত্র ২.৯৫ টাকা। পাশাপাশি, ২০২১-এর ৩১ ডিসেম্বর এই শেয়ার পৌঁছে যায় ২৪ টাকায়। এদিকে, ২০২২-এর ৩০ ডিসেম্বর এটি ৭১.৩৬ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। এমতাবস্থায়, ২০২৩ সালে, এটি পৌঁছে গিয়েছে ১৬৪ টাকায়। গত এক বছরে এই শেয়ারের দাম বেড়েছে ৫৭ শতাংশ এবং যদি আমরা গত ছয় মাসের কথা বলি সেক্ষেত্রে এটি বেড়েছে প্রায় ৯ শতাংশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর