তাণ্ডব দেখাবে ‘হিলারি’, বিপর্যস্ত হবে জনজীবন! ঘূর্ণিঝড়ের বেগ জানলে আঁতকে উঠবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ফের ঘূর্ণিঝড়ের (Hurricane) অশনি সংকেত। এবার তীব্র গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হিলারি।’ এই ঘূর্ণিঝড়ের আগমনের খবরে তটস্থ হয়ে আছেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৪৫ কিলোমিটার। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানাচ্ছে, এই ঝড় খুব দ্রুত শক্তি বৃদ্ধি করছে সাগরের উপর।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু জায়গায় হড়পা বানের সতর্কতাও রয়েছে। ঘূর্ণিঝড় হিলারি এই মুহূর্তে স্থলভাগ থেকে ৪০০ মাইল দূরে অবস্থান করছে। জানা গেছে, পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়।

   

আরোও পড়ুন : অসহায় বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে! ৭০’র প্রৌঢ়ার সাথে যা ঘটল….জানলে কাঁদবেন আপনিও

হাওয়া অফিসের খবর অনুযায়ী এই ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।হ্যারিকেন হিলারি সম্পর্কে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে। সপ্তাহের শেষে এটি অবস্থান পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হবে। বাজা ক্যালিফোর্নিয়ার কাছে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শনিবার।

 

hilari 4

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কেন্দ্র থেকে আপওয়ার্ডে হাওয়ার গতিবেগ হতে পারে ৯৫ কিলোমিটার/ঘন্টা ও এক্সটেন্ডেট আউটওয়ার্ডে ২৯০ মাইল/ঘন্টা গতিবেগ হতে পারে। এই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মেক্সিকোর সরকার। দক্ষিণ বাজা ক্যালফোর্নিয়ার উপকূল অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে ঝড় বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে পারে জলস্তর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর