বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাইয়ের (Navi Mumbai) ভাশি (Vashi) এলাকার। সেখানে ২৪ জুলাইয়ের রাতে ২৮ বছর বয়সী এক ব্যাক্তি নিজের স্ত্রীকে ফোন করে বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে, আমি আর বেঁচে থাকব না।” স্ত্রী কিছু বলার আগেই ওই ব্যাক্তি ফোন কেটে সুইচ অফ করে দেন। আতঙ্কিত স্ত্রী নিজের ভাইকে ফোন করে সমস্ত কথা বলে আর এরপর শুরু হয় তদন্ত।
বাশি সেক্টরে ১৭ তে রাস্তায় মোটর সাইকেল, চাবি, ব্যাগ আর হেলমেট পাওয়া গিয়েছিল। কিন্তু ওই ব্যাক্তির কোনও খোঁজ পাওয়া যায় নি। এসিপি বিনায়ক জানান, ভাশি পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। মোবাইল লোকেশন খুঁজেও ব্যাক্তির সন্ধান করা হয়। রাস্তার পাশে খাল থেকে নৌকা করেও তাঁর খোঁজ করা হয়, কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায় না। ওই ব্যাক্তি ১০০ নম্বরেও দুবার ডায়েল করেছিল, এরজন্য কারোর সাথে শত্রুতা ছিল নাকি, সেটিরও তদন্ত করা হচ্ছিল।
আর তদন্ত চলাকালীন পুলিশ ওই ব্যাক্তির বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। এরপর আবারও নতুন করে তদন্ত শুরু হয়। অনেক চেষ্টার পর জানা যায় যে, ওই ব্যাক্তি ইন্দোরে আছে। ভাশি থানার পুলিশের বরিষ্ঠ আধিকারিক সঞ্জীব ধুমালের নেতৃত্বে একটি দল ইন্দোরে পৌঁছায়, আর সেখানে ওই ব্যাক্তিকে নিজের প্রেমিকার সাথে হাতেনাতে ধরে ফেলে। ১৫ সেপ্টেম্বর পুলিশ তাকে ধরে নভি মুম্বাই নিয়ে আসে।