Bangla Hunt Desk: হায়দ্রাবাদ (Hyderabad) থেকে কোটি টাকার ঘুষ নেওয়ার বিষয় এবার প্রকশ্যে এল। শুক্রবার রাতে বালারাজু নাগারাজুকে তাঁর বাড়ি থেকেই ১ কোটি ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করে হায়দ্রাবাদের অ্যান্টি দুর্নীতি দমন ব্যুরো।
গ্রেপ্তার বালারাজু সহ এক ব্যক্তি
রামপলি গ্রামের প্রায় ২৮ একর জমির আইন সংক্রান্ত কাগজপত্র দেওয়ার নাম করে ১ কোটি ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালারাজু নাগারাজুর সাথে বী সাইরাজকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই কাজের জন্য ঘুষ হিসাবে ২ কোটি টাকা চাহিদার বিষয় প্রকশ্যে এসেছে।
জমি সংক্রান্ত বিষয়ে ঘুষের তথ্য প্রকাশ
শোনা গিয়েছে এই জমি সংক্রান্ত বিষয়ে দুইটি বেসরকারী সংস্থার মধ্যে মালিকানা বিষয় মামলা চলছিল। স্থানীয় আদালত এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের দোষীকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল। ঘুষ নেওয়ার খবর পেয়ে শুক্রবার রাতে এসিবি তহসিলদার হানা দিলে, তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করা টাকা গোনার জন্য মেশিনের ব্যবহার করা হয়েছে।