পিছিয়ে পরেও আবারও এগোচ্ছে বিজেপি, হায়দ্রাবাদে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ হায়দ্রাবাদের পুরসভা দেশের সবথেকে বড় পুরসভার মধ্যে একটি। এই পুরসভা চারটি জেলার মধ্যে বিস্তৃত এই পুরসভার মধ্যে ২৪ টি বিধানসভা আসন আর পাঁচটি লোকসভা আসন আছে।

হায়দ্রাবাদের পুরসভার নির্বাচনে ১৪৯ টি আসনের পরিসংখ্যান সামনে এসেছে। শাসক দল টিআরএস ৭০ টি আসনে এগিয়ে ছিল, সেখানে এখন তাঁরা আবার কিছুটা পিছিয়ে গিয়ে ৫৭ টি আসনে এগিয়ে আছে। আরেকদিকে, বিজেপি ৩০ টি আসনে এগিয়ে ছিল, এখন গেরুয়া শিবির ৪৮ টি আসনে এগিয়ে আছে। গতবারের নির্বাচনে বিজেপি হায়দ্রাবাদে মাত্র ৪ টি ওয়ার্ডেই জয়লাভ করতে পেরেছিল।

গত নির্বাচনের তুলনায় টিআরএস-এর এবার কয়েকটি আসনের ক্ষতি হয়েছে। ২০১৬ সালে TRS ৯৯ টি আসনে জয় হাসিল করেছিল। আর বিজেপি মাত্র চারটি আসনে জয় হাসিল করতে পেরেছিল।

আরেকদিকে, AIMIM ৪৩ টি আসনে এগিয়ে আছে। গত নির্বাচনে ওয়াইসির দল ৪৪ টি আসনে জয়লাভ করেছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর