বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের অন্যতম ব্যস্ত মহানগর হায়দ্রাবাদ (Hyderabad) এবার তেলেঙ্গানা (Telengana) এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সংযুক্ত রাজধানী নয়। মূলত, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ অনুযায়ী, গত ২ জুন থেকে হায়দ্রাবাদ শুধুমাত্র তেলেঙ্গানার রাজধানী হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশের বিভাজনের সময়ে, হায়দ্রাবাদকে ১০ বছরের জন্য উভয় রাজ্যের সংযুক্ত রাজধানী করা হয়েছিল। এদিকে তেলেঙ্গানা ২০১৪ সালের ২ জুন গঠিত হয়। হায়দ্রাবাদ তেলেঙ্গানাতেই রয়েছে। এমন পরিস্থিতিতে এবার হায়দ্রাবাদ শুধু তেলেঙ্গানার রাজধানীই থাকবে।
সংযুক্ত রাজধানী ছিল দশ বছরের জন্য: মূলত, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে বলা হয়েছিল “নির্ধারিত তারিখ (২ জুন) থেকে কার্যকরভাবে, বিদ্যমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদ ১০ বছরের নির্দিষ্ট সময়ের জন্য তেলেঙ্গানা রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সংযুক্ত রাজধানী হিসেবে বিবেচিত হবে।” সেখানে বলা হয়েছে যে “উপ-ধারা (১)-এ উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার পরে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হবে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য একটি নতুন রাজধানী হবে।” ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সংসদে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল পাশ হওয়ার পর তেলেঙ্গানা রাজ্য ২০১৪ সালের ২ জুন গঠিত হয়েছিল। কয়েক দশক ধরে এই রাজ্য গঠনের দাবি উঠছিল।
আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপ! অথচ এটা কি বললেন রোহিত? টিম ইন্ডিয়ার কাছে এখনও নেই “আসল প্ল্যান”
সরকারি ভবনগুলি তেলেঙ্গানার দখলে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি গত মাসে আধিকারিকদের ২ জুনের পরে হায়দ্রাবাদের সরকারি গেস্ট হাউস লেক ভিউ-এর মতো বিল্ডিংগুলি দখল করতে বলেছিলেন। যেগুলি অন্ধ্রপ্রদেশকে ১০ বছরের জন্য দেওয়া হয়েছিল। মূলত, বিভাজনের ১০ বছর পরেও, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মধ্যে সম্পত্তির ভাগের মতো একাধিক সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে।
আরও পড়ুন: একটা সময়ে ভারতে নেতাজির ছবি সহ ছাপা হত নোট! স্বীকৃতি দিয়েছিল এই দেশগুলি
এদিকে, তেলেঙ্গানা সরকার মন্ত্রিসভার বৈঠকে এই বিভাজন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করার দাবি জানিয়েছিল। কিন্তু তা সম্পন্ন হয়নি। মূলত, লোকসভা নির্বাচনের আচরণবিধির মধ্যে নির্বাচন কমিশন এটির অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে।