বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে এবার একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এই নিয়ম ২০২৬-এর বিশ্বকাপ থেকেই কার্যকর হবে। মূলত, ফিফা একটি ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে। যা খেলা চলাকালীন প্রতিটি অর্ধের ২২ তম মিনিটে শুরু হবে এবং ঠিক ৩ মিনিট ধরে এই ব্রেক স্থায়ী হবে। স্টেডিয়ামের ধরণ, তাপমাত্রা বা আবহাওয়া নির্বিশেষে প্রতিটি ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে।
বিশ্বকাপে (FIFA World Cup 2026) নতুন নিয়ম:
জানিয়ে রাখি যে, এক্ষেত্রে রেফারি প্রতিটি অর্ধের ২২ মিনিট পর খেলা স্থগিত করে দেবেন, যাতে খেলোয়াড়রা জল পান করতে পারেন। এই ব্রেক তাপমাত্রা, আয়োজক দেশ (আমেরিকা, কানাডা বা মেক্সিকো) অথবা স্টেডিয়ামের ছাদ বা এয়ার কন্ডিশনিং আছে কিনা তার ওপর নির্ভর করবে না। এদিকে, এই নতুন পরিবর্তনের মাধ্যমে সম্প্রচারকরাও উপকৃত হবে। কারণ তারা ম্যাচের উভয় অংশে ৩ মিনিটের বিরতি সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন।

উল্লেখ্য যে, ২০২৬ বিশ্বকাপের মূল টুর্নামেন্টের পরিচালন কমিটির প্রধান মানোলো জুবিরিয়া এবং সম্প্রচারকদের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা জানিয়েছে যে, যদি ২২ মিনিটের ঠিক আগে চোটের কারণে খেলা ব্যাহত হয়, সেক্ষেত্রে রেফারির ‘হাইড্রেশন ব্রেক’ লাগু করার ক্ষমতা থাকবে। জুবিরিয়া বলেন, ‘এমন ক্ষেত্রে, এটি পরিচালনা করার দায়িত্ব রেফারির উপর বর্তাবে।’
আরও পড়ুন: বড় ঘোষণা করলেন গৌতম আদানি! আগামী ৫ বছরে এই সেক্টরে করবেন ৭৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ
ফিফা কেন এই সিদ্ধান্ত নিল: ইতিমধ্যেই ফিফা জানিয়েছে যে খেলাকে সহজ ও সুবিন্যস্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্বে, খেলার প্রথম ৩০ মিনিটের পরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ব্রেকের প্রথা ছিল।
আরও পড়ুন: ২০২৬-এর ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রাখঢাক না রেখে সংসদে কী জানাল সরকার?
তবে, গত বছর আমেরিকায় সম্পন্ন হওয়া ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে খেলোয়াড়দের ওপর যে তাপমাত্র এবং আর্দ্রতা যে প্রভাব ফেলেছিল, তার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে এই নিয়ম লাগু করা হয়েছে।












