বাংলা হান্ট ডেস্ক : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা শোনা গেল ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যানের (Bob Blackman) গলায়। বিবিসির (BBC) তথ্যচিত্র ‘ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চন’ (India The Modi Question) নিয়ে আলোড়ন গোটা বিশ্ব জুড়ে। এবার পুরো বিষয়টি নিয়ে ‘ব্রিটিশ সরকারের’ অবস্থান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নেতা বব ব্ল্যাকম্যানের দাবি, ওই তথ্যচিত্র ভারত বিরোধী প্রচারের একটি কর্মসূচী। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বানানো এই তথ্যচিত্র হলুদ সাংবাদিকতার একটি ন্যাক্কারজনক উদাহরণ। এরই সঙ্গে মোদির অর্থনীতির প্রশংসাও করেন বব।
ববের দাবি, মোদি ভারতকে একটি শক্তিশালী অর্থনীতির কেন্দ্রে পরিণত করেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি হতে পারে ভারত এমনই মনে করছেন ব্রিটিশ সাংসদ। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি তথ্যচিত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমানে চলছে দেশ জুড়ে। ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান এই তথ্যচিত্রকে একটি জঘন্য সাংবাদিকতা বলে আখ্যা দিয়েছেন। বব ব্ল্যাকম্যান দাবি করেন, ‘এই তথ্যচিত্র সম্প্রপ্রচার করা বিবিসি’র উচিত ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে তৈরি একটি ‘তথ্যচিত্র’।
এদিকে ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে আয়কর দফতর অভিযান চালায়। ব্রিটিশ পার্লামেন্টের ওই সাংসদ এই প্রসঙ্গে বলেন, ‘এটা তো নতুন কিছুই নয়। বিবিসি ইন্ডিয়ার উচিথ সমস্ত নিয়ম মেনে চলা।’ ব্ল্যাকম্যান আরও বলেন, ‘বিবিসির উচিত তদন্তে সমস্ত রকম সহযোগিতা করা। তদন্তে কী উঠে আসছে সেই বিষয়ে খেয়াল রাখা।’
বব ব্ল্যাকম্যানের আরও দাবি ‘ভারত ব্রিটেনের এক শক্তিশালী বন্ধু। এই দুই দেশই তাদের মধ্যে একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।’ এরই সঙ্গে, ব্রিটেনের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেন বব। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসি যে তথ্যচিত্র তৈরি করেছে তা সম্পূর্ণ মিথ্যা প্রচারের। ভারতের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এটি করা হয়েছে বলেই দাবি ব্ল্যাকম্যানের।
বব এদিন আরও বলেন, আমি দীর্ঘদিন ধরেই বিজেপির বড় সমর্থক। আমি বিজেপিকে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির বন্ধু মনে করি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি গুজরাটকে ভারতের অর্থনীতির কেন্দ্র পরিণত করেছেন। এখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিবিসির দফতরে আয়কর হানা নিয়ে বিতর্কের মাঝেই ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যানের এই মন্তব্য ভারতকে স্বস্তি দেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।