বঙ্গোপসাগরে ফুলে ফেঁপে উঠছে সাইক্লোন, পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যগুলির জন্য জারি অ্যালার্ট

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। শীতের মরশুমেও দুপুরের দিকটা করে হালকা গরম লাগছে কম বেশী সব বঙ্গবাসীরই। সর্বনিম্ন তাপমাত্রাই প্রায় পৌঁছে গেছে কুড়ির কাছাকাছি। এই তাপমাত্রা আর কমারও কোন ইঙ্গিত দেখতে পাচ্ছে না আবহাওয়া দপ্তর। এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ ৷

বঙ্গজুড়ে যখন ঠাণ্ডা-গরমের আবহাওয়া সেই সময়েই আবার বঙ্গোপসাগরের (The Bay of Bengal) ওপর ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং তার কাছাকাছি এলাকায় সমুদ্রতলের ৩.১ কিলোমিটার ওপর অবধি বিস্তৃত রয়েছে৷ জেট স্ট্রিম উইন্ড ১৩০ নট গতিতে ভারতের ৩০ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অবধি এই হাওয়া প্রভাব ফেলত৷

এদিকে, পশ্চিম রাজস্থান এবং পঞ্জাবের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। তার প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড সহ দিল্লিতে। ফলে, আগামী এক দিনের মধ্যেই পাল্টে যাবে পশ্চিম ভারত ও উত্তর ভারতে আবহাওয়া। একই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের তরফে।

আজ বৃষ্টির সম্ভাবনা আছে সিকিম, অসম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। শুধু তাই নয়, বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের উপরের অংশের পাশাপাশি অরুণাচল প্রদেশ-সহ তিনটি রাজ্যে। এদিকে, রাজধানী দিল্লিতে প্রবল বাতাসের পূর্বাভাস জারি করা হয়েছে।

Weather

তাছাড়া, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইএমডি সতর্কতা- অনুযায়ী আগামী পাঁচদিনের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আজকের আবহাওয়ার আপডেট বলছে পশ্চিমা বাতাসের প্রভাবে দেশে শীত বেড়েছে আবার একপ্রস্থ। অনেক এলাকায় এখন হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও কিন্তু কয়েকদিন পরেই ধীরে ধীরে বদল হবে আবহাওয়ার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর