বাংলাহান্ট ডেস্কঃ একদিকে বাংলায় বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় এবং অন্যদিকে সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy), বিরোধী অপেক্ষা দলের কাজের বিরুদ্ধেই এনাদের বেশি সরব হতে দেখা গিয়েছে। বেশিরভাগ সময়ই দল বিরোধী মন্তব্য করে উঠে এসেছেন সংবাদ শিরোনামে, আর বাড়িয়েছেন দলের অস্বস্তি।। এবার দিল্লীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করলেন সুব্রহ্মণ্যম স্বামী।
শুধু সাক্ষাৎই নয়, প্রায় ৩০ মিনিট মত তাঁদের দুজনের মধ্যে কথাও হয়। বৈঠক শেষে সুব্রহ্মণ্যম স্বামী বললেন, ‘প্রথম থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। তাই আলাদা করে যোগদানের কোন বিশেষ প্রয়োজন নেই। বাংলা নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে’। এই বিষয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
Today, Shri @Swamy39 met with our Hon'ble Chairperson @MamataOfficial.
Moments from the meeting
pic.twitter.com/HJKND5tz4X
— All India Trinamool Congress (@AITCofficial) November 24, 2021
এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়কে ইস্যু করে বিজেপি বিরোধী নানারকম মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁর গলায়। জাতীয় সঙ্গীত বদলানোর পরামর্শদান থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে কেন্দ্রের বাধাদান সবেতেই দল বিরোধী মন্তব্য করে এসেছেন সুব্রহ্মণ্যম স্বামী।
ত্রিপুরা নির্বাচনের পূর্বে বাংলার মুখ্যমন্ত্রীর রাজধানী সফরে একের পর এক চমকই শুধু দেখা যাচ্ছে। মঙ্গলবারই কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তনওয়ার, বিহারের কংগ্রেস নেতা কীর্তি আজাদ।
তবে তাঁরও আগে গোয়ায় গিয়ে টেনিস তারকা লিয়েন্ডার পেজ থেকে শুরু করে বিখ্যাত গায়ক লাকি আলি ও প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলিও (Nafisa Ali) নাম লিখিয়েছেন তৃণমূলে। সবুজ শিবিরে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী Luizinho Faleiro-ও।