বাংলাহান্ট ডেস্ক : সিবিআই (CBI) জেরায় ঠিকমতো উত্তর দিচ্ছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছিল। যদিও এই অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত। তিনি বলেন, ‘১০০ বার সিবিআইকে সহযোগিতা করেছি।’ কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার সময় এই কথা জানান তিনি। শনিবার আবারও আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে।
শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ব্যস্ততা রীতিমতো তুঙ্গে। নিজাম প্যালেস থেকে বের করে অনুব্রতকে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাঁর। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি সহযোগিতা করেছেন?’, অনুব্রত উত্তরে বলেন, ‘১০০ বার।’
আজ শনিবারই শেষ হচ্ছে অনুব্রতর ১০ দিনের সিবিআই হেফাজত। এ দিন স্বাস্থ্য পরীক্ষার পর আবারও আদালতে তোলা হবে তাঁকে। গত ১০ দিন ধরে তাঁকে জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছে সিবিআই। এই কয়েকদিনে একাধিক তথ্য প্রমাণও সিবিআই-এর হাতে এসেছে বলে সিবিআই সূত্রের জানা যাচ্ছে।
সাত সকালেই, স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার সময় সেই পুরনো দাপুটে মেজাজ দেখা যায় তাঁর। স্বাস্থ্য পরীক্ষার পরই আসানসোলের পথে অনুব্রতকে নিয়ে রওনা দিয়েছে সিবিআই। কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তাঁর। অনুব্রতর কনভয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর একাধিক গাড়ি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুব্রতকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল।