‘জানতাম ভোট পাব না, আমি নিজেই তিনটে মন্দির ভেঙেছি!”, শাসক দলের সাংসদের বয়ানে চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি করলেন তামিলনাড়ুর (Tamil Nadu) শাসক দল ডিএমকে-র এক সাংসদ। তিনি বললেন, ‘উন্নয়নের স্বার্থে আমিই ৩ টি মন্দির ভেঙেছি। আগে উন্নয়ন, তারপর বাকি সব।’ এই মন্তব্যের পরই দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। তীব্র নিন্দা জানাতে শুরু করে একাধিক হিন্দুত্ববাদি সংগঠন।

তামিলনাড়ুর ডিএমকে-র সাংসদ টিআর বালু এদিন বলেন, ‘আমার লোকসভা এলাকায় গ্র্যান্ড সার্দান ট্রাঙ্ক রোড এলাকায় লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির এবং দুর্গা মন্দিরকে ভাঙা হয়। আমিই এই ৩ টি মন্দির ভেঙেছি। তবে আমি এটাও জানি, এটা করার জন্য আমি ভোট পাবো না। আমার সমর্থকরাও আমাকে এই কথা বলেছে। কিন্তু আমি তাঁদের বলি, এটা ছাড়া আর কোনও রাস্তা নেই।’

baloo 2

ডিএমকে সাংসদ আরও বলেন, ‘আমি মন্দির ভেঙেছি এটা ঠিক, কিন্তু তারই সঙ্গে আমি সুন্দর মন্দির তৈরিও করেছি। আমি কখনই ধর্মীয় বিশ্বাসে আঘাত করিনি। টিআর বালু এদিন সেতুসমুদ্রম শিপিং ক্যানাল প্রজেক্ট নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের সমালোচনাও করেন। তিনি বলেন প্রকল্প মধ্যরাস্তায় থামিয়ে দেওয়া মানে একটি চলন্ত ট্রেনকে রাস্তার মাঝে আটকে দেওয়া।

বালু এদিন তোপ দাগেন কেন্দ্র সরকারের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘বিজেপি সরকার বৈজ্ঞানিক এবং যুক্তিতর্কের বদলে ধর্মীয় কারণ দেখিয়ে প্রকল্প বন্ধ করেছে। এই প্রকল্প থেকে প্রতি বছর ৭৫০ কোটি টাকা লাভ হতো।’ টিআর বালুর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বালুর এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ‘১০০ বছরের পুরনো মন্দির ধ্বংস করে গর্ব অনুভব করছে ডিএমকের সমর্থকরা।

Sudipto

সম্পর্কিত খবর